• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে সারলেন ‘রুক্মিণী’ শ্রীপর্ণা, রইল ‘গাঁটছড়া’ নায়িকার মালাবদল থেকে সিঁদুরদানের ভিডিও সহ অ্যালবাম

Published on:

Gaatchora actress Sriparna Roy got married see photo gallery

টলিপাড়ায় বিয়ের সানাই বেজেই চলেছে। ‘পরমপিয়া’, স্বর্ণেন্দু-অর্পিতার পর এবার বিয়ে করলেন শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। গত এক দশকেরও বেশি সময় ধরে ছোটপর্দায় কাজ করছেন ‘গাঁটছড়া’ অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে ফেললেও প্রেম করে নয়, বরং বাড়ির লোকের ঠিক করা পাত্রের গলাতেই মালা (Marriage) দিলেন তিনি।

শ্রীপর্ণা আগেই জানিয়েছিলেন তিনি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চলেছেন। হবু স্বামী মেডিক্যাল প্রফেশনের যুক্ত সেকথাও বলেছিলেন নায়িকা। তবে তাঁর নাম-পরিচয় কিংবা ছবি প্রকাশ্যে আনেনি। এতদিনের অপেক্ষা শেষে একেবারে বিয়ের আসরেই শ্রীপর্ণার স্বামীকে (Husband) প্রথমবার দেখলো সবাই।

Sriparna Roy got married

‘গাঁটছড়া’র (Gaatchora) রুক্মিণীর স্বামীর নাম শুভদীপ, তাঁর বাড়ি চন্দননগর। বিয়ে নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলেন তিনি। বিয়ের দিন অভিনেত্রীর বৌদি জামাই বরণ করেন। ক্যামেরার ঝলকানির মধ্যেই শুভদীপ প্রশ্ন করেন, ‘শ্রীপর্ণা কই? বিয়েটা কখন শুরু হবে?’ অন্যদিকে অভিনেত্রী বলেন, ‘আমি ভীষণ ট্র্যাডিশনাল। ওকে ভিডিও কল করিনি। আমার কোনও ছবিও পাঠাইনি। শুভদৃষ্টির সময়েই ও আমায় প্রথম দেখবে’।

 আরও পড়ুনঃ বিয়ের আগেই শিমুলকে তাড়াতে প্রিয়াঙ্কার সাথে চক্রান্ত প্রতীক্ষার! আদৌ পারবে? ফাঁস আগাম পর্ব

Sriparna Roy marriage

বিয়ের দিন লাল রঙের বেনারসি পরেছিলেন শ্রীপর্ণা। সঙ্গে একই রঙের ব্লাউজ। সাবেকি সাজ, গা ভর্তি সোনার গয়নায় অপূর্ব সুন্দর দেখাচ্ছিল নতুন বউকে। অপরদিকে অভিনেত্রীর স্বামী শুভদীপও ম্যাচিং করে মেরুন রঙের পাঞ্জাবি পরেছিলেন।

আরও পড়ুনঃ বাস্তবেই ছাদনাতলায় ‘লক্ষ্মী কাকিমা’র ছেলে-বউমা! রইল স্বর্ণদীপ্ত-অর্পিতার বিয়ের অ্যালবাম

Sriparna Roy got married

সিঁদুরদানের পরেই শ্রীপর্ণাকে কাছে টেনে চুম্বনে ভরিয়ে দেন স্বামী। সবার সামনে গালে-কপালে চুমু খেতে থাকেন তিনি। নতুন বউ তখন লজ্জায় লাল হয়ে গিয়েছেন। পরিবার-পরিজন, কাছের মানুষ এবং টেলি দুনিয়ার সহকর্মীদের সাক্ষী রেখে শুভদীপের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেন শ্রীপর্ণা।

 

View this post on Instagram

 

A post shared by ♡ (@boron.aesthetics)


‘গাঁটছড়া’ নায়িকার বিয়েতে বাংলা টেলিভিশনের একাধিক তারকা উপস্থিত হয়েছিলেন। অনস্ক্রিন স্ত্রীকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন ‘গাঁটছড়া’র ঋদ্ধিমান তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্ত্রী দেবলীনা কুমার। এছাড়াও রিয়াজ লস্কর, অনুষ্কা গোস্বামী, সায়ক চক্রবর্তী, মিষ্টি সিং, নীল চট্টোপাধ্যায়, ধ্রুব সরকারের মতো তারকাদের দেখা গিয়েছে শ্রীপর্ণা-শুভদীপের বিয়েতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥