• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্রেকিং : তিয়াশা অতীত সুন্দরী নায়িকার সঙ্গে ষ্টার জলসায় ফিরছেন নীল ভট্টাচার্য, ফাঁস নতুন মেগার নাম

বাংলা হোক বা হিন্দি- যে কোনও সিরিয়ালের (Bengali Serial) ভাগ্য নির্ধারণ করে টিআরপি। রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে চলতে থাকে সিরিয়াল। আর টিআরপি (TRP) কমলেই কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যায় পথচলা। গত এক মাসের মধ্যেই যেমন স্টার জলসা, জি বাংলার একাধিক জনপ্রিয় সিরিয়ালের সফরে ইতি পড়েছে।

কিছু ধারাবাহিক শুরু হওয়ার এক-দেড় বছরের মধ্যে শেষ হয়েছে, কিছু আবার ২-৩ মাসেই বন্ধের মুখ দেখেছে। টিআরপির অভাবে নতুন সিরিয়াল এসে ধুঁকতে থাকা মেগাগুলির স্থান নিয়ে নিয়েছে। স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য শুরু হয়েছে একগুচ্ছ নতুন সিরিয়াল। এবার সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি ধারাবাহিক, নাম ‘দোলনা ঘর’ (Dolna Ghor)

   

Neel Bhattacharya Debchandrima Singha Roy serial Dolna Ghor

স্টুডিও পাড়া থেকে জানা যাচ্ছে, স্টার জলসার এই আসন্ন মেগায় চোখ ধাঁধানো কাস্টিং হতে চলেছে। বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় তারকাকে দেখা যাবে এই সিরিয়ালে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)

আরও পড়ুনঃ বিয়ের আগেই শিমুলকে তাড়াতে প্রিয়াঙ্কার সাথে চক্রান্ত প্রতীক্ষার! আদৌ পারবে? ফাঁস আগাম পর্ব

সেই সঙ্গেই নাকি ‘দোলনা ঘর’ ধারাবাহিকে দেখা যাবে শ্রীমা ভট্টাচার্য, শ্রীপর্ণা রায়, বিশ্বজিতের মতো তারকাদের। মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মাল্টিস্টারার এই সিরিয়াল প্রযোজনা করবে অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউস। আগামী বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে এই মেগার সম্প্রচার শুরু হবে বলে জানা গিয়েছে।

Neel Bhattacharya and Debchandrima Singha Roy serial Dolna Ghor

প্রসঙ্গত, নভেম্বর মাসেই শেষ হয়েছে নীলের ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকটি। স্টার জলসার এই সিরিয়ালে নীলের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী তিয়াশা লেপচাকে। গত বছর এই মাসে শুরু হয়েছিল ‘বাংলা মিডিয়াম’র পথচলা। ঠিক এক বছরের মাথায় ইতি পড়ল ভিকি-ইন্দিরার সফরে।

আরও পড়ুনঃ আমার থেকেও বড় বেইমান! সোনা-রূপার কাস্টডি চাইতেই সূর্যর মুখে ঝামা ঘষল রত্না, ফাঁস ধামাকা পর্ব

অপরদিকে যদি দেবচন্দ্রিমার কাজের নিরিখে বলা হয়, তাহলে ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই ধারাবাহিক শেষ হয়েছে বেশ অনেকটা সময় হয়ে গেল। এরপর আর ছোটপর্দায় সেভাবে দেখা যায়নি তাঁকে। এবার দেখা যাক, সোশ্যাল মিডিয়ার গুঞ্জন সত্যি করে ‘দোলনা ঘর’ ধারাবাহিকের হাত ধরে দেবচন্দ্রিমা টেলি জগতে কামব্যাক করেন কিনা।