• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই জানোয়ার! শতদ্রুর সামনেই শিমুলকে চুলের মুটি ধরে মার পরাগের, ফাঁস আগাম পর্ব

Published on:

Zee Bangla,Bengali serial,Kar Kache Koi Moner Kotha,Serial,Television,TV serial,Beat,Palash,Shimul,Parag,Shatadru,Pratiksha,Upcoming episode,জি বাংলা,বাংলা সিরিয়াল,কার কাছে কই মনের কথা,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,মার,পলাশ,পরাগ,শিমুল,প্রতীক্ষা,শতদ্রু,আসন্ন পর্ব

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। বাস্তবভিত্তিক কাহিনী দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে এই সিরিয়াল (Bengali Serial)। মানালি দে, দ্রোণ মুখোপাধ্যায় অভিনীত এই মেগার টিআরপিও বেশ ভালো। বিয়ের পর শ্বশুরবাড়ি এসে একটা মেয়ের কীভাবে জীবন বদলে যায় সেটাই দেখানো হচ্ছে এখানে।

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, পলাশ এবং প্রতীক্ষা এখন শতদ্রুকে নিয়ে শিমুলের (Shimul) চরিত্র কালিমালিপ্ত করতে চাইছে। এদিনের পর্বে দেখা যাবে, প্রতীক্ষার কথা মতো শিমুলের শ্বশুরবাড়ি গিয়ে তাকে নিমন্ত্রণ করানোর জন্য শতদ্রুকে রাজি করিয়ে ফেলে অনুলেখা। শতদ্রুও (Shatadru) সাত পাঁচ না ভেবে প্রাক্তন প্রেমিকার শ্বশুরবাড়ি নিমন্ত্রণ করতে চলে যায়।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Shatadru

অপরদিকে শতদ্রু বাড়ি এসেছে দেখে শিমুল তাকে আপ্যায়ন করে বসতে দেয়। সেই সঙ্গেই জল-মিষ্টিও খেতে দেয়। শতদ্রু এরপর শিমুলকে পরাগের (Parag) কথা জিজ্ঞেস করে। জবাবে শিমুল জানায়, সে কাজে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। একেবারে পরাগের হাতেই বোনের বিয়ের কার্ড দিয়ে যাওয়ার কথা ভাবে শতদ্রু।

আরও পড়ুনঃ পুজোর আগে স্ত্রীকে স্বপ্নাদেশ অভিষেকের! কী বললেন? নিজেই জানালেন সংযুক্তা

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Shatadru

আরও পড়ুনঃ আবারও তছনছ হবে সূর্য-দীপার সুখের সংসার! সূর্যর সন্তানের মা হতে বেপরোয়া মিশকা, ফাঁস ধামাকা পর্ব

কিন্তু এরপরে যা ঘটবে তা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন দর্শকরা। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, শতদ্রুকে নিজের হাতে করে মিষ্টি খাইয়ে দিয়ে যায় শিমুল। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে বৌদিকে ‘নষ্ট মেয়ে’র তকমা দেওয়ার প্ল্যান করে পলাশ। এই ছবি দেখিয়েই শিমুলকে বাড়ি থেকে তাড়াবে বলে ঠিক করে সে এবং প্রতীক্ষা। অপরদিকে সেই সময়ই পরাগ বাড়ি এসে নতুন ঝামেলা শুরু করে।

https://youtu.be/86Zfl38qJUE

শিমুল এবং শতদ্রুকে একসঙ্গে দেখে রেগে আগুন হয়ে যায় পরাগ। সে সোজা শিমুলকে চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। সেই সঙ্গেই বলে, এবার হেড স্যারের কাছে গিয়ে সবটা বলবো। শিমুল ব্যথায় চিৎকার করছে দেখে শতদ্রু পরাগকে সরিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। ফের একবার স্বামীর হাতে মার খাওয়ার পর শিমুল কী করবে? এবার কি পরাগের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥