• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগে স্ত্রীকে স্বপ্নাদেশ অভিষেকের! কী বললেন? নিজেই জানালেন সংযুক্তা

Published on:

Tollywood actor Abhishek Chatterjee wife Sanjukta Chatterjee reveals the reason behind Durga Puja

দেখতে দেখতে প্রায় দেড় বছর টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। অভিনেতার এই অকালমৃত্যু আজও অনেকে মন থেকে মেনে নিতে পারেনি। তবে তাঁর না থাকাটা সবচেয়ে বেশি যাদের কুরে কুরে খায় তাঁরা হলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় (Sanjukta Chatterjee) এবং কন্যা সাইনা (Saina Chatterjee)। গত বছর বাড়ির দুর্গাপুজো করার মতো অবস্থাও ছিল না তাঁদের। এই বছর অবশ্য নিজেদের কিছুটা সামলেছেন তাঁরা।

জানা গিয়েছে, অভিষেকের প্রয়াণের পর এই বছর দুর্গাপুজো (Durja Puja) করবেন সংযুক্তা। পাশাপাশি জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা এবং গণেশ পুজোর আয়োজনও করেছেন অভিনেতা-পত্নী। স্বামীর জন্যই দুর্গাপুজোটাও করবেন বলে জানিয়েছেন সংযুক্তা। তাঁর কথায়, ‘অভির মৃত্যুর পর এটা প্রথম দুর্গাপুজো। অভিষেক থাকাকালীনও বরাবর আমাদের বাড়িতে বিভিন্ন পুজো হয়েছে’।

Abhishek Chatterjee Sanjukta Chatterjee and Saina Chatterjee, Abhishek Chatterjee family

সংযুক্তা আরও বলেন, ষষ্ঠীর দিন থেকেই দুর্গাপুজোর যাবতীয় নিয়মকানুন শুরু হয়ে যাবে। যদি কেউ চায় তাঁদের বাড়ির পুজো দেখতেও যেতে পারেন। অভিনেতার স্ত্রী স্পষ্ট বলেন, ‘অভিষেকের বাড়ির দরজা সবার জন্য খোলা’। তবে এই বছর অভিষেকের বাড়িতে পুজো হওয়ার আরও একটি কারণ রয়েছে। আসলে সংযুক্তার স্বপ্নে নাকি মা নিজে আসেন। তবে এই বছর অভিষেকও স্বপ্নাদেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ আচমকাই দুঃসংবাদ, রহস্যজনক দুর্ঘটনায় প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা, শোকের ছায়া বলিউডে

এই বিষয়ে সংযুক্তা জানান, ‘আমাদের বাড়িতে আগে ঘটপুজো করা হতো। আর পুজোয় সময় আমরা ঘুরতে যেতাম। কিন্তু পাঁচ বছর ধরে আমি টানা স্বপ্ন দেখছি। মা আসছে, মা আসছে এমন স্বপ্ন দেখতাম। অভিকে বারবার বলতে থাকি। তারপর অভি পুজো শুরু করে’।

আরও পড়ুনঃ আবারও তছনছ হবে সূর্য-দীপার সুখের সংসার! সূর্যর সন্তানের মা হতে বেপরোয়া মিশকা, ফাঁস ধামাকা পর্ব

Abhishek Chatterjee Sanjukta Chatterjee and Saina Chatterjee, Abhishek Chatterjee family

সংযুক্তা জানান, এই বছরও পুজো করা নিয়ে তিনি কিছুটা সংশয়ে ছিলেন। তবে এবার অভিনেতা নিজেই তাঁর স্বপ্নে আসেন। সংযুক্তা খোলসা করে বলেন, ‘আমায় বলল করো পুজো, আমি আছি, আমিই করছি, তুমি নিমিত্ত মাত্র। এই বলে বলে অভিই আমাকে দিয়ে এই পুজো করাচ্ছে’। জানা গিয়েছে, অভিষেকের বাড়ির দুর্গাপুজোর নাম রাখা হয়েছে ‘অভিষেক সংযুক্তা সাইনা দুর্গাপুজো’। পুজোর যাবতীয় খরচ অভিনেতার স্ত্রীই বহন করবেন। দেবী মায়ের জন্য মোট ১৬টি নিয়েছেন তিনি। আস্তে আস্তে পুজোর তোরজোড় শুরু করে দিয়েছেন অভিনেতার স্ত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥