• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও তছনছ হবে সূর্য-দীপার সুখের সংসার! সূর্যর সন্তানের মা হতে বেপরোয়া মিশকা, ফাঁস ধামাকা পর্ব

খতরনাক মিশকা (Mishka) এবার আরও খতরনাক হয়ে উঠতে চলেছে। সূর্যকে সারা জীবনের মতো নিজের করে পাওয়ার জন্য সর্বশেষ চালটা চালবে ‘মিশকা দ্য জিনিয়াস’। স্টার জলসার (Star jalsha) বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) আগামীপর্বে এবার দেখা যাবে এমন এক দুর্ধর্ষ ট্র্যাক, যা সূর্য-দীপাসহ তছনছ করে রেখে দেবে গোটা সেনগুপ্ত পরিবারের জীবন। ল্যাবটরিতে রাখা সূর্যের ফ্রোজেন স্পার্মই এবার হতে চলেছে মিশকার তুরুপের তাস।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন ডিএনএ টেস্ট করানোর পর সবেমাত্র  সূর্য জানতে পেরেছে সোনা-রুপা তারই যমজ সন্তান। আর এই সত্যিটা জানার পর থেকেই সূর্য মরিয়া হয়ে উঠেছে দুই মেয়েকে নিয়ে দীপার সাথে আবার আগের মত নতুন করে জীবন শুরু করতে। কিন্তু এসব দেখে কিছুই বুঝতে পারছে না মিশকা। হঠাৎ করে সূর্য কিভাবে এতটা বদলে গেল? দীপার প্রতি তার আচরণই বা কেন এমন পাল্টে গেল? এসবের কোন কিছুই মাথায় ঢুকছে না মিশকার।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,Mishka,মিশকা,Baby,বাচ্চা,Pregnant,অন্তঃসত্বা,Upcoming Track,আসন্ন পর্ব

কারণ এর আগে সূর্য যতবারই ফার্টিলিটি  টেস্ট করেছে প্রতিবারই  শয়তানি করে রিপোর্ট বদলে দিয়েছিল মিশকা। কিন্তু সূর্য যে ডিএনএ টেস্ট করিয়েছে সে কথা এখনো পর্যন্ত জানতে পারিনি মিশকা। তাই এবার সূর্যকে ব্ল্যাকমেইল করতে সেই চরম সিদ্ধান্তটা নিতে চলেছে মিশকা। তাই খলনায়িকা মিশকা আগামী দিনে আরও বেশি খাতারনাক হয়ে উঠবে। এবার সূর্যের সামনেও বেরিয়ে আসবেতার বেস্ট ফ্রেন্ড মিশকার আসল স্বরূপ।

আরও পড়ুন: কাউন্টডাউন প্রায় শেষ, বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল? শ্বেতার ছবি শেয়ার করে দিলেন বড় আপডেট

তাই সূর্যকে ফাঁসাতে এবার প্রেগন্যান্ট হবে  মিশকা। তাই ল্যাবে রাখা সূর্যের ফ্রোজেন স্পার্ম দিয়েই এবার প্রেগন্যান্ট হবে সে। গত পর্বেই দেখা গিয়েছে হাসপাতালে গিয়ে এক লাইসেন্স বাতিল হওয়া ডাক্তারকে ভয় দেখিয়ে বেআইনি ভাবে জোর করে সেই কাজ করিয়ে নিয়েছে মিশকা।এখন দেখার আগামী দিনে সবাই যখন এই সত্যি জানতে পারবে তখন কি প্রতিক্রিয়া দেবে? দীপাও তখন তার ডাক্তারবাবুর ওপর বিশ্বাস রাখতে পারবে তো?নাকি মিশকার চক্রান্তে আবার ভুল বোঝাবুঝি তৈরী হবে সূর্য দীপার?

আরও পড়ুন: মিশকার খেলা শেষ! প্রমাণসহ পর্দাফাঁস করবে দীপা, আসছে অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,Mishka,মিশকা,Baby,বাচ্চা,Pregnant,অন্তঃসত্বা,Upcoming Track,আসন্ন পর্ব

তবে আসন্ন এই পর্বের আগাম ঝলক দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যা দেখে এক দর্শক লিখেছেন ‘এটাই মিশকার শেষ চাল। মিশকা যেটা করছে তাতে একদিকে ভালো হবে।  সূর্য মিশকার আসল রূপ টা দেখতে পাবে। এভাবেই হয়তো পরিচালক মিশকার আসল রূপ টা সূর্যর সামনে নিয়ে আসবে।  সবকিছুর মাঝে যেমন খারাপ থাকে তেমন কিছু ভালো থাকবে। ভালো টা দেখার জন্য খারাপ টা দেখতে হবে আমাদের। মিশকার এই চালের মাধ্যমে সূর্য মিশকাকে চিনতে পারবে।’