• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফাঁকা বাড়িতে শতদ্রুর সঙ্গে নোংরামি চলছে! শিমুলের চরিত্রের দিকে আঙুল তুলল পরাগ, ফাঁস ধামাকা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Palash and Pratiksha make plan against Shimul

প্রথমসারির বাংলা বিনোদনমূলক চ্যানেল হিসেবে সিরিয়ালপ্রেমী দর্শকদের মধ্যে জি বাংলা (Zee Bangla) বেশ জনপ্রিয়। এই চ্যানেলেই সম্প্রচারিত অত্যন্ত বাস্তবভিত্তিক এবং চর্চিত ধারাবাহিক (Bengali Serial) হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। মেয়েদের জীবন সংগ্রামের কাহিনী দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল। বিশেষত ধারাবাহিকের নায়িকা শিমুলের প্রতিবাদী স্বত্বা ভীষণ পছন্দ করেন দর্শকরা।

‘কার কাছে কই মনের কথা’র নিয়মিত দর্শকরা জানেন, বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর থেকেই হেনস্থার শিকার হচ্ছে শিমুল (Shimul)। কখনও স্বামী পরাগ (Parag), কখনও শাশুড়ি, কখনও আবার দেওরের কাছ থেকে খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে তাকে। আসন্ন পর্বে দেখতে পাবেন, দেওর পলাশের (Palash) ষড়যন্ত্রে এবার শিমুলের চরিত্রে নোংরা দাগ লাগতে চলেছে।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Palash and Pratiksha

এদিনের পর্বে দেখা যাবে, মধুবালা (Madhubala) বাড়ি নেই বলে নিজের সন্তানের মতো পুতুলকে আগলে রাখছে শিমুল। মায়ের মতো গল্প করতে করতে ননদকে খাইয়ে দিচ্ছে সে। কিন্তু সে জানেই না, তার পিছনে কত বড় ষড়যন্ত্র করছে পলাশ এবং প্রতীক্ষা (Pratiksha)।

আরও পড়ুন- ফুলকির জীবনে নতুন ঝড়! ফিরে এল রোহিতের প্রথম স্ত্রী শালিনী, প্রকাশ্যে মহাধামাকা প্রোমো

অপরদিকে দেখা যায়, শিমুলের প্রাক্তন প্রেমিক শতদ্রু (Shatadru) নিজের বোনের বিয়ের জন্য বন্ধুদের নিমন্ত্রণ করতে বেরিয়েছে। সেখানে আবার ছিল প্রতীক্ষার বন্ধুও। সে আবার মনে মনে শতদ্রুকে পছন্দ এবং শিমুলকে ঘেন্না করে। এরপর দেখা যায়, ভুল জেনেও তারা শতদ্রুকে শিমুলের বাড়িতে নিমন্ত্রণ করতে যাওয়ার কথা বলে। শতদ্রুও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Shatadru

আরও পড়ুন- বিয়ের পর বন্ধ পড়াশোনা, দিতে হবে ঘোমটা! রানীর হবু শাশুড়ির শর্ত শুনেই ক্ষোভে ফুঁসছে দর্শকরা

ওদিকে আবার হবু শাশুড়ি মধুবালার চোখে শিমুল ভালো হয়ে যাচ্ছে এটা কিছুতেই মেনে নিতে পারে না প্রতীক্ষা। সেই জন্য শিমুল এবং শতদ্রুর বিষয়ে নানা খুঁটিনাটি তথ্য জোগাড় করতে থাকে সে। পলাশ এবং প্রতীক্ষা মিলে প্ল্যান করে কীভাবে শতদ্রুর সঙ্গে শিমুলের বদনাম দেওয়া যায়। ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা গিয়েছে, ফাঁকা বাড়িতে শিমুল এবং শতদ্রুকে একসঙ্গে দেখে ফেলেছে পরাগ। ভাই এবং হবু ভাইয়ের বৌয়ের উস্কানিতে এবার শিমুলের ওপর সে নতুন কোন অত্যাচার করে সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥