বিনোদনভিডিওসিরিয়াল

পোড়া কপাল! কুচুটে শ্বাশুড়ির জন্য গয়না বন্ধক দিয়ে নতুন বিপদে শিমুল! ফাঁস ধুন্ধুমার মহাপর্ব

গয়না বন্ধক রাখাই কাল হল! শাশুড়ির সাহায্য করতে গিয়ে নতুন বিপদে শিমুল, টিভির আগে ফাঁস টানটান উত্তেজনার পর্ব

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক (Bengali Serial) হল জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। বাকি সকল বাংলা ধারাবাহিকের মতো এই সিরিয়ালেও সাংসারিক কুটকচালি রয়েছে। তবে এখানে সম্পূর্ণ ভিন্নভাবে তা দেখানো হচ্ছে। অতিরঞ্জিতভাবে নয়, বরং বাস্তবতার মোড়কে কাহিনী পরিবেশন করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে শিমুল, পুতুল, মধুবালারা।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, শিমুল (Shimul)-পুতুলরা সমুদ্র থেকে ঘুরে আসার পর পরাগের মা মধুবালা (Madhubala) তীর্থে যাওয়ার আবদার করে। কিন্তু মায়ের ঘুরতে যেতে ২০ হাজার টাকা লাগবে শুনেই বেঁকে বসে পরাগ এবং পলাশ। দুই ছেলে সাফ জানিয়ে দেয়, তারা কিছুতেই এই টাকা দিতে পারবে না। শাশুড়ি কষ্ট পাচ্ছে দেখে সাহায্য করতে এগিয়ে আসে শিমুল।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Parag mother

সে ঠিক করেছে শাশুড়ির তীর্থে যাওয়ার টাকা সে জোগাড় করে দেবে। কিন্তু শিমুলের কাছে মাত্র ৫০০০ টাকা রয়েছে। তাই বাকি টাকা জোগাড় করার জন্য নিজের গয়না (Jewellery) বন্ধক রাখার সিদ্ধান্ত নেয় পরাগের বউ। এবার এই কাজ করেই নতুন বিপদে পড়তে চলেছে সে।

আরও পড়ুনঃ ‘জল থৈ থৈ ভালোবাসা’ আসতেই ডুবছে ‘এক্কা দোক্কা’র তরী? অবশেষে মুখ খুললেন পর্দার ‘রাধিকা’ সোনামনি

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Maha Parba promo

আরও পড়ুনঃ সোনার চেয়েও দামি! লাখ টাকার ঢাকায় শাড়ি বেচছেন সুদীপা, দাম দেখেই ধুয়ে দিল নেটপাড়া

ইতিমধ্যে দেখা গিয়েছে, বিপাশার সঙ্গে কথা বলে একটি সোনার দোকানে গিয়েছে শিমুল। সেখানে গিয়ে নিজের গয়না বন্ধক রেখে শাশুড়ির তীর্থে যাওয়ার টাকা জোগাড় করে নিয়ে আসে সে। কিন্তু এবার সেই গয়না না পেয়েই বাড়িতে ধুন্ধুমার কাণ্ড বাঁধাবে মধুবালা, পরাগ, পলাশরা। ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে ধারাবাহিকের মহাপর্বের প্রোমো (Maha Parba Promo)।

জি বাংলার তরফ থেকে শেয়ার করা সেই প্রোমোয় (Promo) দেখা যাচ্ছে, খাবার পরিবেশনের সময় মধুবালা দেখে শিমুলের হাতে গয়না নেই। সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, ‘কী অলক্ষ্মী বউ রে বাবা! আশীর্বাদের গয়না কি বেচে দিয়েছো?’ শিমুল জবাব দেওয়ার আগেই পরাগ জিজ্ঞেস করে, ‘কী করেছো আমাদের বাড়ির দেওয়া গয়না দিয়ে?’

পলাশ আবার বলে, ‘দেখ হয়তো আমাদের বাড়ির দেওয়া গয়না বেচে সেই টাকা দিয়ে পাড়ার বউদের সঙ্গে ফুর্তি করতে যাবে’। তাহলে কি শাশুড়ির সাহায্য করতে গিয়ে উল্টে শ্বশুরবাড়ির চোখে খারাপ হবে যাবে শিমুল? নাকি সত্যিটা জেনে পাশে এসে দাঁড়াবে মধুবালা? উত্তর পাওয়া যাবে ধুন্ধুমার মহাপর্বে।

Back to top button