• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘জল থৈ থৈ ভালোবাসা’ আসতেই ডুবছে ‘এক্কা দোক্কা’র তরী? অবশেষে মুখ খুললেন পর্দার ‘রাধিকা’ সোনামনি

Published on:

Sonamoni Saha opens about Star Jalsha Bengali serial Ekka Dokka ending rumour

স্টার জলসার (Star Jalsha) ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) ধারাবাহিকটি দীর্ঘ সময় ধরে টিআরপি তালিকায় নাকানিচোবানি খাচ্ছে। নতুন নায়কের এন্ট্রির পরেও সিরিয়ালের (Bengali Serial) রেটিংয়ে কোনও বদল আসেনি। রাধিকা-পোখরাজের গল্প নিয়ে শুরু হয়েছিল লীনা গাঙ্গুলীর এই ধারাবাহিক। কিন্তু মাঝপথেই জুটিতে ভাঙন ধরিয়ে এন্ট্রি নেন ‘অনির্বাণ’ প্রতীক সেন (Pratik Sen)। নায়ক পরিবর্তন হলেও বদলায়নি ধারাবাহিকের ভাগ্য। মাস খানেক ধরে আবার শোনা যাচ্ছে, শীঘ্রই শেষ হতে চলেছে রাধিকা-অনির্বাণের সিরিয়াল।

দিন দুয়েক আগেই স্টার জলসার তরফ থেকে আসন্ন মেগা ‘জল থৈ থৈ ভালোবাসা’র (Jol Thoi Thoi Valobasa) প্রোমো শেয়ার করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই সিরিয়াল ‘এক্কা দোক্কা’র স্লট ছিনিয়ে নিয়েছে। রাত ৯টার সময় সম্প্রচারিত হবে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan) অভিনীত এই ধারাবাহিক। তাহলে কি সত্যিই এবার শেষ হতে চলেছে ‘এক্কা দোক্কা’? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন ‘রাধিকা’ (Radhika) অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha) নিজে।

Sonamoni Saha, Sonamoni Saha on Ekka Dokka ending

‘জল থৈ থৈ ভালোবাসা’র স্লট ঘোষণা হতেই চিন্তায় ঘুম উড়েছে ‘অনিধিকা’, ‘রঞ্জারাজ’ ভক্তদের। সিরিয়াল শেষ হবে নাকি স্লট বদল করা হবে আপাতত এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। সোনামণিকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি স্পষ্ট বলেন, ‘এক্কা দোক্কা শেষ হচ্ছে কিনা সেটা আমরা আনুষ্ঠানিকভাবে জানি না। আসলে ধারাবাহিকের ভবিষ্যৎ এখনও চূড়ান্ত হয়নি। প্রযোজনা সংস্থা এবং চ্যানেল এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। নিলে আমরাই সবার আগে জানতে পারবো’।

আরও পড়ুনঃ সোনার চেয়েও দামি! লাখ টাকার ঢাকায় শাড়ি বেচছেন সুদীপা, দাম দেখেই ধুয়ে দিল নেটপাড়া

এর আগে সোনামণি-প্রতীকের ‘মোহর’ শেষ দিকে দুপুরের স্লটে সম্প্রচারিত হয়েছিল। ‘এক্কা দোক্কা’র ক্ষেত্রেও কি তাই হবে? পর্দার ‘রাধিকা’ বলেন, ‘হয়তো! সম্পূর্ণ বিষয়টাই এখনও অনিশ্চিত। চ্যানেলের সঙ্গে প্রযোজনা সংস্থার এই বিষয় নিয়ে কোনও মিটিং হয়নি। আগামী দু-তিন দিনের মধ্যেই এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছবে প্রযোজনা সংস্থা’।

আরও পড়ুনঃ ফড়িং অতীত, সুপারহট নায়িকার সঙ্গে জুটি বেঁধে কামব্যাক করছেন ‘ব্যাঙ্কবাবু’ অভিনেতা!

Ekka Dokka serial Radhika Anirban Gaye Halud sweet moment goes viral

প্রসঙ্গত, রাত ৯টার স্লটে কখনওই সেভাবে রাজত্ব করতে পারেনি ‘এক্কা দোক্কা’। ‘সোহাগ জল’র মতো ফ্লপ ধারাবাহিকের কাছেও স্লটহারা হয়েছে এই সিরিয়াল। এখন ‘খেলনা বাড়ি’র কাছেও হেরে ভূত রাধিকা-অনির্বাণরা। কিছুটা হতাশার সুরে এই প্রসঙ্গে সোনামণি বলেন, ‘অনেক সময় অনেক কাহিনী দর্শকদের জানা থাকে। হয়তো মানুষের এই গল্পটা আর ভালো লাগছে না, বা মনে হয়েছে এই গল্পটা আমাদের জানা। এমন কিছু একটা হতে পারে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥