• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনার চেয়েও দামি! লাখ টাকার ঢাকায় শাড়ি বেচছেন সুদীপা, দাম দেখেই ধুয়ে দিল নেটপাড়া

Published on:

Sudipa Chatterjee brutally trolled on social media

Sudipa Chatterjee : বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। বিতর্ক যেন বরাবরই তাঁর হাত ধরাধরি করে চলে। হামেশাই সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের অদ্ভুত সব মন্তব্য করে কিংবা বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন জনপ্রিয় এই সঞ্চালিকা। কখনও ছেলে আদিদেবকে সোনার পৈতে পরিয়ে সোশ্যাল মিডিয়াতে ঢেঁড়া পিটিয়ে জাহির করতে গিয়ে বিপাকে পড়েছেন।

তেমনি আবার কখনও জীবনে প্রথমবার পান্তা ভাত খেয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে তুমুল কটাক্ষের মুখে পড়েছিলেন সুদীপা। তার এই কান্ড দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছিলেন দীর্ঘদিন ধরে জি বাংলার রান্নাঘরের মতো একটি জনপ্রিয় কুকারি শোয়ের সঞ্চালনা করেছেন যিনি, এমনকি নামিদামি রেস্তোরাঁর মালিক যিনি সেই সুদীপা কোনোদিন পান্তা ভাত খাননি এটা কি করে সম্ভব? এছাড়া পান্তা ভাত খাওয়ার জন্য নামি রেস্তোরাঁয় যাওয়ার জন্যও হাসির খোরাক হয়েছিলেন সুদিপা।

সুদীপা চট্টোপাধ্যায়,Sudipa Chatterjee,শাড়ি,Sari,ঢাকাই জামদানি,Dhakai Jamdani,দাম,Price,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই এইসব নানা কারণেই  সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে এই সঞ্চালিকা পেয়েছেন ‘ফুটেজ কাকিমা’র তকমা।  প্রসঙ্গত সকলেই জানেন নামি রেস্টুরেন্টের মালিক হওয়ার পাশাপাশি সুদীপা, ব্যবসাতেও বেশ পটু। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় সুদিপার  শাড়ি ব্যবসার পাশাপাশি বিভিন্ন ধরনের সিলভার জুয়েলারির ব্যবসাও। মাঝেমধ্যেই যা নিয়ে  সোশ্যাল মিডিয়ায় লাইভে আসতে দেখা যায় সুদীপাকে।

আরও পড়ুনঃ শিমুলের দেওর হয়ে গা জ্বালানো অভিনয়, ‘জুতো মারার হুমকি পর্যন্ত পেয়েছি’ জানালেন সৌনক

আর এবার এই ব্যবসা নিয়েই  এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছেন তিনি যার জন্য আবার তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। সোমবার  সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বাংলাদেশী ঢাকাই  জামদানির ছবি শেয়ার করে নিয়ে ক্যাপশনে সুদীপা লিখেছিলেন ‘ঢাকাই জামদানী,শাড়ী। ৫৫,০০০ থেকে ১,৩০,০০০ অবধি দাম। এ জিনিস সবসময় চাইলেই পাওয়া যায় না। বাংলাদেশের শাড়ী- আজ রাতেই চলে যাবে ফেরত। এই কটা বাকি রয়ে গ্যাছে। যদি কারো পছন্দ হয়- এক্ষুনি পেমেন্ট করতে হবে। সব আসল ঢাকাই।’

আরও পড়ুনঃ সূর্য অতীত! বুক চিরে কার নাম খোদাই করল মিশকা? ভিডিও ফাঁস হতেই অবাক নেটপাড়া

সুদীপা চট্টোপাধ্যায়,Sudipa Chatterjee,শাড়ি,Sari,ঢাকাই জামদানি,Dhakai Jamdani,দাম,Price,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

বাংলাদেশী ঢাকাই জামদানীর (Dhakai Jamdani) এমন দাম (Price) দেখে ততক্ষণে চক্ষু চরক গাছ নেটিজেনদের।সঙ্গে সঙ্গে উপচে পড়েছে মন্তব্যের বন্যা। সুদীপার বিক্রি করা শাড়ির এই আকাশ ছোঁয়া দাম দেখে একজন বাংলাদেশী কমেন্ট করে লিখেছেন ‘বাংলাদেশেও বাংলাদেশি ঢাকাইয়ের এত দাম নয়। এই টাকায় কলকাতা থেকে এসে গোটা দেশ ঘুরে শপিং করে নিয়ে যেতে পারবেন।’ আবার কেউ রসিকতা করে লিখেছেন ‘যাই কিডনিটা বেচে আসি।’ তো কারও  কটাক্ষ ‘এত কম দামী শাড়ি আমি পরি না। তাহলে আমার বর বকে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥