• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত্যুর মুখে পুতুল, বিপদে পড়তেই শিমুলের কাছে গিয়ে ক্ষমা চাইবে মধুবালা! ফাঁস তোলপাড় করা পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Madhubala realized her fault

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালে শিমুল ফের চক্রান্তের শিকার হয়েছে। কোনও অপরাধ না করে আজ সে জেলবন্দি। আর এই বিপদের দিনে তার হাত ছেড়ে দিয়েছে শাশুড়ি মধুবালা। ফের একবার ছেলেকে অন্ধের মতো বিশ্বাস করে শিমুলকে ভুল বুঝছেন তিনি। তবে এবার খুব শীঘ্রই ভুল ভাঙতে চলেছে পরাগের মায়ের।

ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, পরাগকে বিষ খাওয়ানোর অপরাধে শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। শাশুড়ি মধুবালার বয়ানের জেরেই আজ শিমুলের এই দশা। এই বিপদের দিনে শিমুলের (Shimul) থেকে মুখ ফিরিয়ে নিয়ে তার বাপের বাড়ির লোক। শুধুমাত্র পাশে রয়েছে শতদ্রু এবং পাড়ার বান্ধবীরা।

Kar Kache Koi Moner Kotha Shimul and Anirban

ধারাবাহিকের গত পর্বে দেখা যায়, একদিকে আদালতে শিমুলের কেসের হিয়ারিং চলছে। অন্যদিকে ধুম জ্বর এসেছে পুতুলের (Putul)। মধুবালা (Madhubala) ঘরে গিয়ে মেয়ের গায়ে হাত দিতেই দেখে গা গরম। থার্মোমিটার দিয়ে চেক করতে দেখা যায় ১০৪ জ্বর। সঙ্গে সঙ্গে পলাশ (Palash)-প্রতীক্ষাকে (Pratiksha) ডাকে মধুবালা।

আরও পড়ুনঃ ময়ূরীর মুখে ঝামা ঘষে বিয়ের পিঁড়িতে মেঘ-নীল! ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব ফাঁস হতেই লাফাচ্ছে দর্শকেরা

পুতুলের শরীর খারাপ একথা শোনার পরেও তেমন হেলদোল দেখা যায় না পলাশ-প্রতীক্ষার মধ্যে। উল্টে খাবার বেড়ে দেওয়ার হুকুম করতে থাকে প্রতীক্ষা। পুতুলকে বাঁচাতে শেষমেষ তুতুলদের ডাকার কথা বলে মধুবালা। কিন্তু তাতেও আপত্তি করে প্রতীক্ষা। এমনকি ডাক্তার ডাকার কথা বললেও বিশেষ পাত্তা দেয় না তারা।

Kar Kache Koi Moner Kotha Putul and Madhubala

পুতুলের এই বিপদের দিনে পলাশ-প্রতীক্ষার এমন নিষ্ঠুর আচরণ দেখে শিমুলের কথা মনে পড়ে মধুবালার। সে ভাবে, আজ যদি শিমুল এই বাড়িতে থাকতো তাহলে তাকে কিছু ভাবতেই হয়তো না। পুতুলকে এত কষ্ট পেতে হতো না। শিমুল একা হাতে সবটা সামলে নিতো।

আরও পড়ুনঃ আসল অপরাধী কে জানি, শিমুলকে বাঁচিয়ে প্রতীক্ষাকে শাস্তি দেবে অনির্বাণ! ফাঁস তোলপাড় করা পর্ব

তাহলে কি এবার নিজের ভুল বুঝতে পারবে মধুবালা? ফের শিমুলের কাছে গিয়ে ক্ষমা চাইবেন তিনি? ‘কার কাছে কই মনের কথা’র সাম্প্রতিক পর্ব দেখে এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে। আগামী পর্বগুলোতে পাওয়া যাবে সেই উত্তর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥