• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আসল অপরাধী কে জানি, শিমুলকে বাঁচিয়ে প্রতীক্ষাকে শাস্তি দেবে অনির্বাণ! ফাঁস তোলপাড় করা পর্ব

Published on:

কার কাছে কই মনের কথা, Zee Bangla Kar Kache Koi Moner Kotha serial Anirban scares Pratiksha

বর্তমান সমাজে সৎ পথে থাকা মানুষদের সবসময় বিপদের সম্মুখীন হতে হয়। ঠিক যেমনটা হচ্ছে ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha) শিমুলের সঙ্গে। ননদ-শাশুড়ির মুখ চেয়ে ডিভোর্সের পরেও শ্বশুরবাড়িতে পড়ে ছিল সে। আর আজ তাকেই প্রাক্তন স্বামীকে বিষ দেওয়ার অপরাধে জেল খাটতে হচ্ছে।

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, শিমুলকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে পরাগ, পলাশ, প্রতীক্ষা। শাশুড়ি মধুবালা অবধি তাদের কথা বিশ্বাস করে শিমুলকে দোষী ভাবছে, মুখ ফিরিয়ে নিয়েছে বাপের বাড়ির লোক। শিমুলের (Shimul) এই বিপদের দিনে তার পাশে রয়েছে পাড়ার বান্ধবীরা এবং শতদ্রু।

Kar Kache Koi Moner Kotha Shatadru wants to help Shimul

ধারাবাহিকের গত পর্বে দেখা গিয়েছে, শিমুলকে যাবজ্জীবন জেল খাটানোর জন্য উঠেপড়ে লেগেছে পরাগ (Parag), পলাশ (Palash), প্রতীক্ষা (Pratiksha)। সেই জন্য তারা দুঁদে আইনজীবী অনির্বাণ সেনের কাছে যায়। তিনি প্রথমেই পরাগদের কাছে পুরো ঘটনাটা জানতে চান। সেই সঙ্গেই বলে দেন, ডাক্তার আর উকিলের কাছে কখনও কিছু লুকোতে নেই। যদি কিছু লুকনো হয় তাহলে তিনি নিজের টিম পাঠিয়ে সবটা জানবেন।

আরও পড়ুনঃ তিস্তাকে বিয়ের পিঁড়ি থেকে তুলে আনল দীপা, তবুও জুটল অপমান! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

পাশাপাশি অনির্বাণ (Anirban) এও বলেন, তিনি সবটাই জানেন। তার কাছে বানিয়ে বললে কিংবা কিছু লুকোলে আদতে পরাগদেরই ক্ষতি। উকিলের মুখে একথা শুনে বেশ ঘাবড়ে যায় প্রতীক্ষা। এরপর শিমুলের উকিলের নাম জানতে চায় অনির্বাণ। প্রতিপক্ষ উকিল হিসেবে আরাধনার (Aradhana) নাম শুনে অতীতের বেশ কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে অনির্বাণের।

Kar Kache Koi Moner Kotha Anirban Aradhana

সেসব দেখে বোঝা যায়, অতীতে আরাধনা আর অনির্বাণের মধ্যে একটা সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক আজ আর নেই। দু’জনের মধ্যে এখন শুধুই ইগোর লড়াই। তাই শিমুল নির্দোষ এটা বোঝার পরেও শুধুমাত্র আরাধনাকে হারানোর জন্য পরাগদের কেসটা নিয়ে নেয় অনির্বাণ। এরপর কেটে যায় বেশ অনেকগুলো দিন। চলে আসে হিয়ারিংয়ের ডেট। কাঠগড়ায় তোলা হয় শিমুলকে। নির্দোষ হওয়া সত্ত্বেও শিমুলের এই অবস্থা দেখে বেশ কষ্ট পায় তার বান্ধবীরা।

আরও পড়ুনঃ মাসের শুরুতেই বড় চমক, ফুলকি জগদ্ধাত্রীকে চ্যালেঞ্জ ‘গীতা LLB’র! দেখুন চমকে দেওয়া TRP তালিকা

এরপর মুখোমুখি হয় দুই পক্ষের উকিল। শুরুতেই শিমুলকে অপরাধী বলে সম্বোধন করে অনির্বাণ। তখন বাধা দেয় আরাধনা। তখন অনির্বাণ বিচারককে বলে, আজ তার কাছে কোনও তথ্যপ্রমাণ না থাকলেও শেষ দিন সে সবকিছু প্রমাণ করে দেবে। দর্শকদের একাংশের অনুমান, শেষ দিনে হয়তো অনির্বাণই পুরো খেলা ঘুরিয়ে দিয়ে প্রতীক্ষার পর্দাফাঁস করে দেবে। সেই সঙ্গেই মিল হয়ে যাবে তার এবং আরাধনার। এবার দেখা যাক দর্শকদের অনুমানের সঙ্গে সিরিয়াল প্লট মেলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥