• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ময়ূরীর মুখে ঝামা ঘষে বিয়ের পিঁড়িতে মেঘ-নীল! ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব ফাঁস হতেই লাফাচ্ছে দর্শকেরা

Published on:

Zee Bangal Bengali serial Icche Putul Megh Neel is going to marry again

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’র (Icche Putul) মেঘ-নীলের মিল দেখার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছেন দর্শকরা। ময়ূরীর ষড়যন্ত্রের সৌজন্যে তাদের সংসার ভেঙেছে অনেক আগেই। তবে মন থেকে এখনও একে অপরকে ভালোবাসে তারা। সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, নতুন করে ফের কাছাকাছি আসছে মেঘ-নীল। দু’জনের মধ্যে গড়ে উঠছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, মেঘের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে তার বাবা-মা। তাদের অবর্তমানে মেঘের (Megh) কী হবে এটা ভেবে ভেবে অনিন্দ্য-মধুমিতার রাতের ঘুম ওড়ার জোগাড় হয়েছে। এদিকে শুরুতে না করলেও, শেষমেষ মা-বাবার মুখ চেয়ে দ্বিতীয় বিয়ের জন্য হ্যাঁ বলে দেয় মেঘ।

Icche Putul Anindya Megh and Madhumita

অন্যদিকে নীলের (Neel) বাড়িতেও তার অন্যত্র বিয়ের তোরজোড় শুরু হয়ে গিয়েছে। তবে চমক রয়েছে অন্য জায়গায়। আসলে নীলের ঠাম্মি প্ল্যান করেছে, মেঘ-নীলের (Megh Neel) দ্বিতীয়বার বিয়ে দেওয়ার। তার সেই প্ল্যানে শামিল দুই পরিবারের সদস্যরাও। আদতে মেঘ-নীলেরই বিয়ে হবে। তবে পাত্র-পাত্রী সেই বিষয়ে কিছু জানে না। মেঘ-নীল জানে, তাদের অন্য মানুষের সঙ্গে বিয়ে হতে চলেছে।

আরও পড়ুনঃ আসল অপরাধী কে জানি, শিমুলকে বাঁচিয়ে প্রতীক্ষাকে শাস্তি দেবে অনির্বাণ! ফাঁস তোলপাড় করা পর্ব

এদিকে দ্বিতীয় বিয়ের আগে মেঘ-নীলের মনে নানান রকম ভাবনাচিন্তা চলছে। দু’জনেই ভাবছে যদি আরেকবার তারা বিয়ের পিঁড়িতে বসতো তাহলে কী ভালো হতো! অতীতের সব ভুলগুলো শুধরে নিয়ে ফের সবটা নতুন করে শুরু করতো তারা।

Icche Putul Megh and Neel

এভাবে দেখতে দেখতে চলে আসে বিয়ের দিন। মেঘ-নীল অবশ্য জানে না, বিয়ের মণ্ডপে তাদের জন্য কী চমক অপেক্ষা করছে। এক এক করে বিয়ের সকল রীতি হতে থাকে। এরপর আসে শুভদৃষ্টির পালা। পান পাতা সরাতেই নীলকে দেখে চমকে ওঠে মেঘ।

আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে ‘ফুলকি’ নায়ক! গাঁটছড়া বাঁধছেন কবে? নিজেই সুখবর দিলেন অভিষেক

একই রকম প্রতিক্রিয়া আসে নীলের তরফ থেকেও। দু’জনেই একসঙ্গে বলে ওঠে ‘তুমি’! সেই মুহূর্তে গান ধরে জিষ্ণু। ব্যস! এরপরেই চার হাত এক হয় মেঘ-নীলের। সমস্ত বাধা কাটিয়ে ফের নতুন করে গাঁটছড়া বাঁধে তারা। যদি সত্যিই এমনটা হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥