• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী নামে কলঙ্ক! শিমুলকে মেরে মাথা ফাটিয়ে দিল পরাগ, টিভির আগেই ফাঁস আজকের ধুন্ধুমার পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Madhubala got angry at Parag

এই মুহূর্তে জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। মেয়েদের জীবন সংগ্রামের কাহিনী দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে শিমুল-পুতুলরা। সেই সঙ্গেই নিজের খলনায়কসুলভ আচরণের জন্য সকলের চোখের বিষ হয়ে গিয়েছে পরাগ।

ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, বিয়ের পর থেকে শিমুলের (Shimul) ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করে আসছে তার স্বামী। জোর করে স্ত্রীয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা থেকে শুরু করে মারধর- পরাগ (Parag) বাদ দেয় না কিছুই। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, শিমুলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে পরাগ।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Parag beat Shimul

আজকের পর্বে দেখা যায়, শাশুড়ির কথা শুনে পরাগের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে শিমুল। কিন্তু সে ঘরে ঢোকা মাত্রই চোটপাট শুরু করে পরাগ। সেই সঙ্গেই পূর্ব জীবন নিয়ে ফের নোংরা নোংরা কথা বলতে থাকে স্ত্রীকে। শুধু তাই নয়, শিমুলের গলা-মুখও চেপে ধরে সে।

আরও পড়ুনঃ রিয়্যালিটি শো মানেই নাটক-ঝামেলা দেখিয়ে আসে TRP! বিস্ফোরক ‘ইন্ডিয়ান আইডল’ বিচারক কুমার শানু

স্বামীর এমন আচরণ দেখে প্রতিবাদ করে ওঠে শিমুল। সে বলে, এই তুমি শিক্ষক! স্কুলের বাচ্চাদের এই শিক্ষা দাও তুমি। একথা শুনে পরাগ বলে, অনেক লেকচার হয়েছে, এবার বিছানায় চলো। একথা বলেই শিমুলকে সজোরে এক ধাক্কা দেয় সে। তখনই খাটের কোণায় লেগে মাথা ফেটে যায় শিমুলের।

আরও পড়ুনঃ মেঘই ঠিক ছিল, ক্ষমা চেয়ে নিজেকে শেষ করে দেবে গিনি! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পর্ব

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul Madhubala and Parag

ধারাবাহিকের আগামী পর্বে দেখতে পাবেন, পরের দিন সকালে পুতুল দেখতে পায় শিমুলের মাথা ফেটে গিয়েছে। সে জিজ্ঞেস করে, তার মাথা এতটা কেটে গেল কী করে? তখন শাশুড়ির কাছে গিয়ে শিমুল বলে, দেখো তোমার ছেলে আমার সঙ্গে কী করেছে মা। ও কি মানুষ? ও তো জানোয়ারের থেকেও অধম।

বৌমার শরীরে ছেলের দেওয়া আঘাতের চিহ্ন দেখে চোখে জল এসে যায় মধুবালার। এবার কি তাহলে কড়া হাতে পরাগকে শাসন করবে শিমুলের শাশুড়ি নাকি আবার ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে যাবেন তিনি? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥