• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘই ঠিক ছিল, ক্ষমা চেয়ে নিজেকে শেষ করে দেবে গিনি! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পর্ব

Updated on:

Icche Putul serial Gini will Apologize soon to Megh

এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি বাংলা সিরিয়াল হয়ে উঠেছে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)।  প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার অনুরাগের ছোঁয়াকে কড়া টক্কর দিয়ে ইদানিং টিআরপি তালিকাতেও নজরকাড়া স্কোর করছে এই সিরিয়ালে। সদ্য রূপ-গিনির ফুলশয্যার দৃশ্যকে ঘিরে দর্শকমহলে ব্যাপক চর্চায় রয়েছে এই সিরিয়ালটি।

বিয়ের পর মেয়েরা যেভাবে প্রতিনিয়ত বৈবাহিক ধর্ষণের শিকার হচ্ছেন তারই কদর্য রূপ তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে। গত পর্বেই দেখা গিয়েছে ফুলশয্যার রাতেই রূপের আসল চেহারা খসে পড়েছে গিনির সামনে। এখন গিনের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে রূপের আসল রূপ। এখন গিনি হাড়ে হাড়ে টের পাচ্ছে মেঘ এতদিন একটাও মিথ্যে কথা বলেনি।আসলেই রূপ খুবই খারাপ একটা ছেলে।

Iccheputul serial Gini will Apologize soon to Megh

কিন্তু গিনি  কিছুতেই বুঝতে পারছে না ময়ূরী কেন তার এত বড় সর্বনাশটা করল? তারপরেই  আবার গিনি ভাবে ময়ূরী কেন ইচ্ছা করে তার সাথে এটা করবে?  সে তো তার কোন শত্রু নয়।তাই এই সবকিছুর জন্য গিনি শেষমেষ নিজেকেই দোষী ভাবে,আর নিজেকে শেষ করে দেওয়ার চরম সিদ্ধান্ত নেয় সে।

আরও পড়ুনঃ মিশকার গর্ভে সূর্যর সন্তান, DNA রিপোর্ট পেতেই তুলকালাম! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধুন্ধুমার পর্ব

শারীরিক এবং মানসিক উভয় দিক দিয়ে ক্ষতবিক্ষত গিনি, এসব ভাবতে ভাবতেই এদিন কান্নায় ভেঙে পড়ে। সে ভাবে তার নিজের ইচ্ছাতেই সে রূপকে বিয়ে করেছে। তাই এখন তার ফিরে যাওয়ার সব পথ বন্ধ হয়ে গিয়েছে। সে নিজের হাতেই তার জীবনটাকে নষ্ট করেছে।

আরও পড়ুনঃ বিপদ এখনও কাটেনি! ICU থেকে বেরিয়ে কেমন আছেন মা? নিজেই জানালেন ‘যমুনা ঢাকি’ শ্বেতা

Iccheputul serial Gini will Apologize soon to Megh

গিনি বুঝতে পারে মেঘের কথাগুলো বর্ণে বর্ণে সত্যি ছিল। লম্পট রূপের সত্যিই অনেক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। গিনি বুঝতে পারে মেঘ সত্যিই তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিল। এদিন গিনি রূপের মায়ের কাছে সরাসরি  তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করে এবং বলে ‘রূপ সত্যিই কিছু করে না তাই না? ও শুধু ওর বাবার টাকায় ফুটানি করে নাকি’?

এদিন গিনির মুখে সত্যি কথাগুলো শুনে তখনও দাবিয়ে রাখার চেষ্টা করে যায় রূপের মা। রীতিমতো ধমক দিয়ে তিনি গিনিকে বলে ওঠেন তিনি তার ছেলের ব্যাপারে একটাও বাজে কথা শুনবেন না।  এখন দেখার এই লম্পট রূপ এবং তার মায়ের হাত থেকে গিনিকে কিভাবে উদ্ধার করে মেঘ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥