• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিয়্যালিটি শো মানেই নাটক-ঝামেলা দেখিয়ে আসে TRP! বিস্ফোরক ‘ইন্ডিয়ান আইডল’ বিচারক কুমার শানু

Kumar Sanu On Reality Show: যত সময় যাচ্ছে দর্শকদের মধ্যে রিয়্যালিটি শোয়ের (Reality Show) জনপ্রিয়তাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আগে টেলিভিশনের পর্দায় হাতেগোনা কয়েকটি রিয়্যালিটি শো সম্প্রচারিত হতো, এখন সেই সংখ্যাটা কয়েকগুণ বেড়ে গিয়েছে। নাচ, গানের পাশাপাশি ট্যালেন্ট হান্ট বেসড নানান শো-ও দেখা যায় টিভির পর্দায়। কিংবদন্তি গায়ক কুমার শানুও (Kumar Sanu) বর্তমানে একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঙ্গে যুক্ত।

হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় শো ‘ইন্ডিয়ান আইডল’র (Indian Idol) বিচারক শানু। দেশের বিভিন্ন অংশ থেকে প্রতিভাবান সঙ্গীতশিল্পীদের তুলে আনাই হল এই শোয়ের কাজ। সম্প্রতি সেই শানুই রিয়্যালিটি শো নিয়ে মুখ খুলেছিলেন। উঠতি শিল্পীদের জন্য এই ধরণের শো কতখানি জরুরি তা জিজ্ঞেস করা হয়েছিল গায়ককে।

   

Kumar Sanu Indian Idol, Kumar Sanu on reality show

উত্তর শানু বলেন, ‘ঠিক কতখানি জরুরি সেটা আমি বলতে পারবো না। তবে এই এখন রিয়্যালিটি শো আমাদের পেশার একটা অঙ্গ হয়ে উঠেছে। নতুন নতুন ছেলেমেয়েরা যারা আমাদের সংযোগে আসতে চায়, গান শিখতে চায় তাঁদের শেখানোর কিছু টিপস দেওয়ার একটা সুযোগ এগুলি। সেই সঙ্গেই কিছু প্রতিভা ইন্ডাস্ট্রির সামনে তুলে ধরাও সম্ভব হচ্ছে’।

আরও পড়ুনঃ মেঘই ঠিক ছিল, ক্ষমা চেয়ে নিজেকে শেষ করে দেবে গিনি! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পর্ব

এখানেই না থেমে শানু বলেন, ‘আমি কখনও কাউকে খারাপ বলি না। আমি সততার সঙ্গে বিচার করি। কখন কার মনে কোন কথা আঘাত সৃষ্টি করে সেটা বোঝা দায়। সেই জন্য ঠিকগুলোর পাশাপাশি ভুলগুলোও গুছিয়ে ওঁদের বুঝিয়ে দিতে হয়। আমাদের কাজ হল শেখানো, অনুপ্রেরণা দেওয়া, কাউকে আঘাত করা নয়’।

আরও পড়ুনঃ মিশকার গর্ভে সূর্যর সন্তান, DNA রিপোর্ট পেতেই তুলকালাম! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধুন্ধুমার পর্ব

Kumar Sanu Indian Idol, Kumar Sanu on reality show

অতীতে একবার শানুকে জিজ্ঞেস করা হয়েছিল, রিয়্যালিটি শো মানেই কি বচসা দেখিয়ে টিআরপি আনা? সেই সময় গায়ক বলেছিলেন, ‘যাই হোক না কেন, এই ধরণের শোয়ের ক্ষেত্রে দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা গানের শোয়ে সবার আগে একজনকে গানটাই গাইতে হবে। বাদ বাকিটা হল অভিনয় বা সংযোজন। কারণ এটাও কিন্তু বিনোদন জগতেরই অংশ’।