• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর সহ্য নয়, বৌমা শিমুলের হয়ে ছেলে পরাগ-পলাশকে শুটিয়ে লাল করল মধুবালা, ফাঁস ধুন্ধুমার পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Madhubala beats Parag Palash

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটির (Bengali Serial) জনপ্রিয়তা দিন দিন দর্শকমহলে বৃদ্ধি পাচ্ছে। বাস্তবভিত্তিক কাহিনী দেখিয়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে শিমুল-পুতুলরা। বিশেষত নায়িকা শিমুলের প্রতিবাদী সত্ত্বা দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। এবার এই সিরিয়ালেই আসছে একটি দুর্ধর্ষ পর্ব।

‘কার কাছে কই মনের কথা’ যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, ইতিমধ্যেই শাশুড়ির মন জয় করে ফেলেছে শিমুল (Shimul)। বিয়ের পর তাকে খুব একটা পছন্দ করতো না পরাগের মা। নিজে শ্বশুরবাড়িতে যেমন অত্যাচারিত হয়েছিলেন, শিমুলের সঙ্গেও তেমনটাই করতে চেয়েছিলেন তিনি। তবে এখন মধুবালা (Madhubala) বুঝেছে, শিমুল খুব বড় মনের মেয়ে।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and Madhubala

পরাগ (Parag)-পলাশ (Palash) দু’জনেই হাবাগোবা পুতুলকে বিশেষ পছন্দ করে না। নিজের দিদি হলেও কখনও তার খেয়াল রাখেনি তারা। তবে শিমুল পরের বাড়ি থেকে আসলেও পুতুলকে সব সময় আগলে আগলে রাখে। শুধু তাই নয়, ননদের বিভিন্ন সুপ্ত প্রতিভার বহিঃপ্রকাশও করাচ্ছে সে।

আরও পড়ুনঃ নীলের কামনাই সত্যি হল, ভাঙছে মেঘ-জিষ্ণুর বন্ধুত্ব! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

বিয়ের পর শ্বশুরবাড়িতে অত্যাচারিত হলেও শিমুল তা মুখ বুজে মেনে নেয়নি। বৌমার এই গুণ দেখে মনের জোর পেয়েছে মধুবালাও। সেই জন্য এবার দুই ছেলের অন্যায় দেখে কড়াভাবে প্রতিবাদ করতে চলেছেন তিনি। শিমুলকে অপমান করার সোজা লাঠি নিয়ে পরাগ-পলাশকে লাঠিপেটা করতে দেখা যাবে তাদের মা-কে।

আরও পড়ুনঃ কৌশিকী DNA রিপোর্ট আনতেই তুলকালাম মুখার্জী বাড়ি! টিভির আগেই ফাঁস ‘জগদ্ধাত্রী’র ধুন্ধুমার পর্ব

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Madhubala beats Parag and Palash

আসলে পরাগ-পলাশ বুঝে গিয়েছে শিমুল মাথা তুলে দাঁড়ালে তারা কোণঠাসা হয়ে পড়বে। আর সেই জন্যই শিমুলের উন্নতি সহ্য করতে পারে না এই দুই ভাই। ধারাবাহিকের আসন্ন পর্বে দেখতে পাবেন, অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর শিমুলের সঙ্গে ফের অশান্তি শুরু করে পরাগ।

https://youtu.be/hbYcOBYkHlg

অন্যান্য বার চুপ করে থাকলেও এবার রুখে দাঁড়ায় মধুবালা। বুক চিতিয়ে বৌমাকে আগলায় সে। এরপরেই রুদ্ররূপ ধারণ করে পরাগ-পলাশের মা। লাঠি নিয়ে এসে দুই ছেলেকে মারতে থাকেন তিনি। এই বয়সে এসে মায়ের হাতে মার খেয়ে কি তাহলে খুলবে পরাগ-পলাশের চোখ? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥