• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীলের কামনাই সত্যি হল, ভাঙছে মেঘ-জিষ্ণুর বন্ধুত্ব! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Icche Putul Megh misunderstands Jishnu for Neel

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। মেঘ, ময়ূরী, নীলের কাহিনী দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। আর এখন তো এই সিরিয়ালের গল্প একেবারে জমে উঠেছে। প্রত্যেক পদে পদে ধারাবাহিকের কাহিনীতে আসছে নতুন টুইস্ট। আর তাতেই ঘুরে যাচ্ছে গল্পের মোড়।

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, ময়ূরীর ষড়যন্ত্রে মেঘ-নীলের সম্পর্ক অনেক দিক আগেই খারাপ হয়ে গিয়েছে। নীল বরাবর নিজের স্ত্রীকে ভুল বুঝে শ্যালিকার কথায় বিশ্বাস করে এসেছে। অপরদিকে নীলের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মেঘের জীবনে এন্ট্রি নেয় নতুন বন্ধু জিষ্ণু। খুব কম সময়ের মধ্যেই গভীর বন্ধুত্ব গড়ে ওঠে দু’জনের।

Iccheputul serial Megh's father bless Megh and Jishnu

শুধু তাই নয়, জিষ্ণু ইতিমধ্যেই মেঘকে মনে মনে ভালোবেসে ফেলেছে। গুরুজি অবশ্য সেকথা আগেই আন্দাজ করে ফেলেছিলেন। সেই হিসেবে জিষ্ণুকে সতর্কও করে দিয়েছিলেন যাতে সে কষ্ট না পায়। কিন্তু এবার তার সেই দুশ্চিন্তাই সত্যি হতে চলেছে। কারণ ভেঙে যেতে চলেছে মেঘ-জিষ্ণুর বন্ধুত্বের সম্পর্ক।

আরও পড়ুনঃ কৌশিকী DNA রিপোর্ট আনতেই তুলকালাম মুখার্জী বাড়ি! টিভির আগেই ফাঁস ‘জগদ্ধাত্রী’র ধুন্ধুমার পর্ব

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, মেঘ এবং নীলের মধ্যেকার ভুল বোঝাবুঝি দূর করতে নীলকে ফোন করে জিষ্ণু। কিন্তু নীল ফের ভুল বোঝে মেঘকে। সে ভাবে, মেঘ হয়তো জিষ্ণুকে দিয়ে এটা করাচ্ছে। এরপর দু’জনকে নিয়ে একাধিক খারাপ খারাপ কথা বলে সে।

আরও পড়ুনঃ গীতা LLB আসতেই আচমকা শেষ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল, খবর পেতেই মন খারাপ দর্শকদের

Zee Bangla Bengali serial Icche Putul Neel again disrespects Jishnu Megh gets angry

ঠিক তখনই জিষ্ণুর থেকে ফোন নিয়ে সেকথা শুনে ফেলে মেঘ। নীলের ওপর বেজায় চটে যায় সে। তবে শুধু নীল নয়, একইসঙ্গে জিষ্ণুর ওপরেও রেগে যায় মেঘ। রাগের মাথায় জিষ্ণুর সঙ্গে নিজের বন্ধুত্বটা অবধি শেষ করে দেয় সে। আর এই দৃশ্য দেখেই মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের।

কারণ ‘ইচ্ছে পুতুল’র দর্শকদের একাংশ চেয়েছিলেন নীলকে ছেড়ে এবার জিষ্ণুকে মেঘের নায়ক হিসেবে দেখানো হোক। তবে সেই ট্র্যাক দেখানো তো দূর, উল্টে দু’জনের বন্ধুত্বটাও নষ্ট করে দেওয়া হল। আর সেটাই মেনে নিতে পারছেন না অনেকে। তাহলে কি এখানেই শেষ হয়ে যাবে মেঘ-জিষ্ণুর সুন্দর বন্ধুত্বের সম্পর্ক? উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥