• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কৌশিকী DNA রিপোর্ট আনতেই তুলকালাম মুখার্জী বাড়ি! টিভির আগেই ফাঁস ‘জগদ্ধাত্রী’র ধুন্ধুমার পর্ব

Updated on:

Zee Bangla Jagaddhatri Serial Kaushiki Mukherjee brings Swayambhu's DNA Report

জি বাংলা (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। একটা সময় লাগাতার বেঙ্গল টপার হয়ে রেকর্ড করেছিল জি বাংলার এই ফার্স্ট গার্ল। এখন প্রথম স্থান হারালেও টিআরপি তালিকায় নাম্বারের কিন্তু খুব একটা হেরফের হয়নি। তাছাড়া দর্শকমহলেও বেশ জনপ্রিয়তা রয়েছে এই বাংলা ধারাবাহিকের নায়ক-নায়িকা জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু জুটির।

পর্দায় জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং স্বয়ম্ভু চরিত্রে রয়েছেন অভিনেতা সৌম্যদীপ মুখার্জী (Soumyadeep Mukherjee)। জগদ্ধাত্রী-স্বয়ম্ভু ছাড়াও এই সিরিয়ালের আরও একাধিক চরিত্র বেশ জনপ্রিয়তা পেয়েছেন দর্শকমহলে। বিশেষ করে স্বয়ম্ভুর দিদি কৌশিকী মুখার্জীর চরিত্রটি বেশ পছন্দ করেন দর্শক। পর্দায় এই কৌশিকীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রূপসা চক্রবর্তী।

Jagadhatri serial upcoming pregnancy track

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন শুরু থেকেই জ্যাস-স্বয়ম্ভুকে মুখার্জি বাড়ি থেকে তাড়ানোর জন্য একের পর এক ছক কষে চলেছে উৎসব আর মেহেন্দি। কিছুদিন আগে স্বয়ম্ভুকে প্রাণে মারার পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু এই বিপদের দিনে কেউ জ্যাস-স্বয়ম্ভুর পাশে না দাঁড়ালেও একমাত্র কৌশিকী তাদের সামনের ঢাল হয়ে দাঁড়িয়েছিল।

আরও পড়ুনঃ পঞ্চমীতেই ধামাকা! ষ্টার জলসায় আসছে নতুন মেগা, প্রকাশ্যে গীতা LLB-র প্রথম প্রোমো ভিডিও

স্বয়ম্ভুকে যাতে সম্পত্তির ভাগ দিতে না হয় তাই বৈদেহী মুখার্জি আর উৎসব-মেহেন্দি নতুন এক চক্রান্ত করেছে। জাট ফলে এখন রাজনাথ মুখার্জীর মনেও সন্দেহ তৈরী হয়েছে স্বয়ম্ভু তার নিজের সন্তান নয়। এই পরিস্থিতেও জ্যাস-স্বয়ম্ভুর পাশে কেউ নেই। কিন্তু প্রত্যেকবারের মতো এবারও তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে তাঁদের বড় দিদি অর্থাৎ মুখার্জি বাড়ির বড় মেয়ে কৌশিকী মুখার্জী।

আরও পড়ুনঃ সূর্যকে ফিরে পেয়েও চাপে দীপা! জগদ্ধাত্রীকে টেক্কা ফুলকির, পঞ্চমীতে সম্পূর্ণ বদলে গেল TRP তালিকা

https://youtu.be/jYCH86fQTsU?si=QO2ReY0rjpkm6Xze

সে রাজনাথকে চ্যালেঞ্জ করে বলেছিল স্বয়ম্ভুকে যদি সে পিতার পরিচয় না দেয় তাহলে সে তাকে কোটে ওঠাবে  ডিএনএ টেস্ট করানোর জন্য। এবার  আগামী পর্বে দেখা যাবে নিজের কথা রেখে কৌশিকী প্রমাণ করে দেবে যে স্বয়ম্ভু রাজনাথের নিজের ছেলে। স্বয়ম্ভুর মা হলেন উর্মিলা।আর তখন স্বয়ম্ভু রাজনাথকে বাবা বলে ডাকলে প্রচন্ড রেগে যান রাজনাথ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥