• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে হতেই ছেলের বউয়ের গয়না হাতানোর ফন্দি! যোগ্য জবাবে ‘কুটনি শাশুড়ি’র মুখে ঝামা ঘষল শিমূল

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha latest update

Kar Kache Koi Moner Kotha Shimul Speaks Up: জি বাংলার (Zee Bangla) পর্দায় সবেমাত্র পথচলা শুরু হয়েছে নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha)। সিরিয়াল শুরু হওয়ার পর থেকেই শাশুড়ি-বৌমার দ্বন্দ্বকে কেন্দ্র করে এগোচ্ছে গল্প। বিয়ে করে শ্বশুর বাড়ি আসার পর থেকেই শাশুড়ির কাছে অপদস্থ হচ্ছে নতুন বউ শিমূল (Shimul)। এমনকি তাঁকে বাপের বাড়ি নিয়েও নানান কথা শোনাচ্ছে শাশুড়ি মা। কিন্তু শিমূলও চুপ করে থাকার পাত্রী নয়। অন্যায়ের প্রতিবাদ করতে সে জানে।

ইতিমধ্যেই ‘কার কাছে কই মনের কথা’র ফুলশয্যার দৃশ্য ঝড় তুলেছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, নতুন বৌকে সরিয়ে নিজেই ছেলের সঙ্গে ফুলশয্যার খাটে শুয়েছে শিমূলের শাশুড়ি মা। শরীর খারাপের নাটক করে শিমূল এবং তার স্বামী পরাগের ফুলশয্যা নষ্ট করে দেয় সে। এই দৃশ্য দেখে দর্শকদের একাংশ ধারাবাহিক বয়কটের ডাক তুলেছে। তবে এসবের মাঝেই শিমূলের প্রতিবাদী সত্ত্বা দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে।

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul

শাশুড়ি ষড়যন্ত্র করে বৌমাকে বাগে আনার নানান চেষ্টা করলেও, শিমূল কিছুতেই মুখ বুজে অন্যায় মেনে নিচ্ছে না। শ্বশুরবাড়িতে আসার পর থেকে শাশুড়ি ছাড়া ও কুচুটে দেওর পলাশের সঙ্গেও খুটিনাটি মতপার্থক্য লেগেই রয়েছে শিমূলের। সম্প্রতি যেমন দেখানো হয়েছে, বিয়ের তত্ত্ব নিয়ে যখন শিমূলের শাশুড়ি সমালোচনা করা শুরু করে তখন রুখে দাঁড়ায় শিমূল।

একইসঙ্গে পলাশকেও উচিত জবাবে মুখ বন্ধ করিয়ে দেয় সে। বৌদির বাড়ি থেকে আসা ৪০ হাজার টাকা দামের একটি ঘড়ির ওপর নজর পড়েছিল পলাশের। সেটা না পেয়ে দাদার জন্য পাঠানোর ঘড়ির ওপর নজর পড়ে তার। কিন্তু সেটা কিছুটেই শিমূল তাকে দেবে না। কারণ সেই ঘড়ি শিমূলের বাবা নিজের হবু জামাইয়ের জন্য কিনে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ নীল অতীত, মেঘের জীবনে নতুন মানুষ! ‘ইচ্ছে পুতুল’র নতুন প্রোমোতে শোরগোল নেটপাড়ায়

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha Shimul and mother in law

একইরকমভাবে গয়না হাতছাড়া করা নিয়েও শাশুড়ি এবং স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় শিমূল। বিয়ের পরে পরেই বৌমার গয়না হাতানোর ফন্দি এঁটে ফেলেছিলেন শিমূলের শাশুড়ি মা। তিনি বলেন, বিয়েতে শিমূল যা যা পেয়েছে সেখান থেকে কিছু জিনিস ননদ এবং হবু জাকে যেন উপহার হিসেবে দেয়। শিমূল একথা মেনে নেয়।

আরও পড়ুনঃ ‘আমি দোষারোপ, দোষী নই’, নবনীতার পরকীয়ার গুঞ্জনের মাঝেই জিতুর পোস্টে চিন্তায় অনুরাগীরা

কিন্তু এরপরেই শিমূলের শাশুড়ি বলেন, শিমূলের সকল গয়না তার কাছে গচ্ছিত রেখে দিতে। কিন্তু শিমূল এই সিদ্ধান্তের বিরোধিতা করে, সে জানায়, নিজের স্ত্রীধন সে কিছুতেই হাতছাড়া করবে না। এমনকি মায়ের হয়ে পরাগ কথা বলতে এলে তাকেও চুপ করিয়ে দেয় শিমূল। নায়িকার এই প্রতিবাদী সত্ত্বা দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। পাশাপাশি শাশুড়ির চরিত্রের ততখানিই নিন্দা করছেন তারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥