• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি দোষারোপ, দোষী নই’, নবনীতার পরকীয়ার গুঞ্জনের মাঝেই জিতুর পোস্টে চিন্তায় অনুরাগীরা

Published on:

Is Tollywood actor Jeetu Kamal doing well check his latest social media post

Jeetu Kamal shares new post on Social Media: টলিউড (Tollywood) তারকা জিতু কামাল (Jeetu Kamal) এবং নবনীতা দাসের (Nabanita Das) সম্পর্ক এখন ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। সম্পর্ক ভাঙার কথা প্রকাশ্যে আসার পর প্রথমে জিতুকে কাঠগড়ায় তুলেছিলেন অনেকে। কিন্তু সময়ের সঙ্গেই নবনীতার ব্যাপারেও একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে। বিশেষত অভিনেত্রীর বিশেষ বন্ধু স্নেহাল অধিকারীর নাম সামনে আসার পর ঘটনার মোড়ই পুরো ঘুরে গিয়েছে।

নবনীতা যখন প্রথম সম্পর্ক ভাঙার কথা ঘোষণা করেন সেই সময় অনেকেই ভেবেছিলেন, টলিউডে সাফল্য পেয়ে জিতু বদলে গিয়েছেন। সেই জন্যই হয়তো তাঁদের সংসার ভাঙছে। কিন্তু যত সময় যাচ্ছে ততই সবকিছু যেন বদলে যাচ্ছে। জিতুর বদলে এখন কাঠগড়ায় তোলা হচ্ছে নবনীতাকে।

Nabanita Das

এসবের মাঝেই বৃহস্পতিবার মধ্যরাতে সমাজমাধ্যমে (Social Media) একটি পোস্ট (Post) করেন জিতু। পাঁচ লাইনের ছোট্ট একটি কবিতা শেয়ার করেছেন অভিনেতা। আর তা দেখেই জিতুকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁর অনুরাগীরা। অভিনেতা লিখেছেন, ‘আমি ভাবুক, ইচ্ছুক নই/ আমি প্রেমিক, বিকৃত নই/ আমি চিন্তন, চিরন্তন নই/ আমি সৃষ্টিশীল, সৃষ্টিকর্তা নই/ আমি দোষারোপ, দোষী নই…’।

তিনি দোষী নন, এই কথা বারবার বলে কী বলতে চাইছেন জিতু? এসব কিছু মিলিয়েই জিতুকে নিয়ে চিন্তায় পড়েছেন তাঁর অনুরাগীরা। তাঁর মানসিক অবস্থা নিয়েও ভাবিত অনেকে। অভিনেতাকে অনেকেই বলছেন, ‘পিছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাও জিতু’।

আরও পড়ুনঃ স্বামী হওয়ার যোগ্য নয়! মেঘের ক্ষতি করে এবার দর্শকদের চোখে ভিলেন ‘ইচ্ছে পুতুল’র নীল

Jeetu Kamal, Jeetu Kamal social media post

আরও পড়ুনঃ বাইরে দজ্জাল হলেও, ভিতরে রোম্যান্টিক! বরের মুখে প্রশংসা শুনে লজ্জায় লাল ‘বাবুউউ’র মা

গত ২৯ জুন সমাজমাধ্যমে জিতুর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা। এরপর থেকেই ঘটে যাচ্ছে একের পর এক ঘটনা। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। ঘটনার ২-৩ দিন পরেই তারকেশ্বরের কাছে একটি দামি গাড়িতে নবনীতা এবং তাঁর পুরুষ বন্ধুকে ‘ঘনিষ্ঠ’ অবস্থায় দেখতে পান স্থানীয় মানুষ। পুলিশে খবর দেওয়া হয়।

এরপর ঘটনাস্থলে পুলিশ এলেই শুরু হয় বচসা। অভিযোগ। স্নেহাল নামের সেই বিশেষ বন্ধু নাকি পুলিশকে গালিগালাজ শুরু করেন। পুলিশের সঙ্গে অসহযোগিতার কারণে তার বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা রুজু করা হয়। যদিও পরে এই বিষয়টি মিটমাট হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হল এই স্নেহাল কে? নবনীতার সঙ্গে তার সম্পর্কই বা কেমন? একাধিক প্রশ্ন থাকলেও উত্তর এখনও অজানা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥