• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নীল অতীত, মেঘের জীবনে নতুন মানুষ! ‘ইচ্ছে পুতুল’র নতুন প্রোমোতে শোরগোল নেটপাড়ায়

Published on:

Ichheputul serial new hero takes entry in Megh's Life promo on air:

Icche Putul New Promo : একঝাঁক নতুন সিরিয়ালের ভীড়েই জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Ichcheputul) টি বেশ পাকাপাকি ভাবেই জায়গা করে নিয়েছে দর্শকমহলে। টি আর পি তালিকায় ছক্কা হাঁকাতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালটিকে ঘিরে যে পরিমাণ আলোচনা আর সমালোচনা চলে তা থেকে নিশ্চিত এই সিরিয়ালটি দর্শকরা নিয়মিতই দেখছেন টিভির পর্দায়। অল্প দিনেই এই ধারাবাহিকের নায়িকা মেঘ (Megh) বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন দর্শকমহলে।

যারা শুরু থেকেই সিরিয়ালটি দেখছেন তারা জানেন এই ধারাবাহিকে নায়িকা মেঘের  শত্রু তার নিজের দিদি ময়ূরী (Mayuri)। এই স্বার্থপর ময়ূরীর জন্যই এখন নায়ক নায়িকা মেঘ আর নীলের (Megh-Neel) মধ্যে তৈরি হয়েছে ভুল বোঝাবুঝির পাহাড়। মেঘের দিদি ময়ূরীর  চক্রান্তে একেবারে ভেসে যাচ্ছে মেঘের জীবন। যা দেখে দর্শকরাও বলছেন বাড়িতেই এমন দিদি থাকতে মেঘের আর বাইরের শত্রুর প্রয়োজন নেই।

Ichheputul serial new hero takes entry in Megh's Life promo on air:

খুব ছোট থেকেই দিদির চক্রান্তে একের পর এক সমস্যার পাহাড় তৈরি হয়েছে মেঘের জীবনে। যদিও এখন মেঘ আর আগের মত মুখচোরা থাকে না বরং অন্যায়ের বিরুদ্ধে পাল্টা গর্জে ওঠে মেঘ।  কিন্তু কিছুদিন আগেই অপমানের সব সীমা ছাড়িয়ে যায়। যার ফলে এখন একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে মেঘ আর নীলের সম্পর্ক। যা থেকে বেরিয়ে আসা ছাড়া সম্ভবত আর কোনো পথ নেই মেঘের।

দর্শকরা জানেন বিয়ের পর থেকে ময়ূরী যতবার মেঘকে বিপদে ফেলার চেষ্টা করেছে নীল মেঘের পাশে দাঁড়ানো তো দূর নূন্যতম বিশ্বাসটুকু করেনি। পরিবর্তে তাকেই ভুল বুঝে এসেছে একনাগাড়ে। যার জন্য ইতিমধ্যেই দর্শকরা তাকে ‘স্পাইনলেস’-এর তকমা দিয়েছে। সবাই দাবি করেছে মেঘের স্বামী হওয়ার কোন যোগ্যতা নেই নীলের। এমনকি মেঘের বাবার মতো মানুষও নীলকে বলেছেন তাঁর মতো একজন নড়বড়ে মানুষকে মেঘের জন্য বেছে নিয়ে তিনিই বোধ হয় জীবনে একটা মস্ত বড় ভুল করে ফেলেছেন।

আরও পড়ুনঃ সোনার জন্মপরিচয় জেনে তাকেও অস্বীকার করবে সূর্য! চমকে দিচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’র পর্ব

Ichheputul serial new hero takes entry in Megh's Life promo on air:

কলেজের একজন প্রফেসর হয়েও সমস্ত ছাত্রছাত্রীদের সামনেই মেঘকে যাচ্ছেতাই ভাবে অপমান করেছে নীল। এখানেই শেষ নয় ডিভোর্স দেওয়ার কথা উঠতেই মেঘের উদ্যেশ্যে কুরুচিকর ইঙ্গিত করে নীল প্রশ্ন করে ‘এত তাড়া কীসের? অন্য কোথাও নতুন সম্পর্ক তৈরি হয়েছে নাকি?’ এসবের মধ্যেই দেখা গিয়েছে কলেজের গানের অনুষ্ঠানের জন্য মেঘের ফর্মটাও নিজের হাতে ছিঁড়ে ফেলেছে নীল। এসব করে দিনে দিনে দর্শকদের চোখে নায়ক থেকে খলনায়ক হয়ে উঠেছে নীল।

আরও পড়ুনঃ কূটকচালি-পরকীয়া গল্পই সুপারহিট! চিনে নিন বাংলা সিরিয়ালের বিখ্যাত ৪ লেখিকাদের

এসবের মধ্যেই এসে গিয়েছে ইচ্ছে পুতুলের এক ধামাকা প্রোমো। এই প্রোমোতে দেখা যাচ্ছে মেঘ কলেজের অনুষ্ঠানে গান গাইছে। আর দর্শক আসনে বসে গান শুনছে নীল। গান গাইতে গাইতে গাইতেই মাথা ঘুরে যায় মেঘের। তখন নীল উঠে ধরতে যাওয়ার আগেই এন্ট্রি হয় একজন নতুন নায়কের। সেই স্টেজের মধ্যে ধরে নেয় মেঘকে। এরপর দেখা যায় মেঘের সাথে গলা মিলিয়ে গান গাইছেন এই নতুন নায়ক। আর এই দৃশ্য দেখে নীল নিজের মনে বলে ‘আমার প্রয়োজন বোধ হয় এবার সত্যিই ফুরিয়েছে!’ এখন দেখার আগামীদিনে নীলকে ছেড়ে এই নতুন নায়কের সাথেই মেঘের জীবন এগিয়ে চলে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥