বিনোদনভিডিওসিরিয়াল

পাড়ার মেয়েদের সাথে ঘুরতে যাওয়াই কাল! নতুন বিপদের মুখে শিমুল, টিভির আগেই ফাঁস আজকের পর্ব

ঘুরতে গিয়েও পিছু ছাড়েনি বিপদ! কি অঘটন ঘটল শিমুল ও পাড়ার মেয়েদের সাথে?

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে। মেয়েদের জীবনের দুর্দশার কাহিনী অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এই সিরিয়ালে (Bengali Serial)। হয়তো ধারাবাহিকের কিছু এপিসোড দেখে দর্শকদের রাগ হচ্ছে। তবে অনেকে একথাও বলেছেন, শিমুলের (Shimul) মতো তাঁরাও বাস্তবে এসব কষ্ট সহ্য করেছেন।

‘কার কাছে কই মনের কথা’ যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, এই সিরিয়ালের নায়িকা শিমুল বাকি নায়িকাদের থেকে একেবারে আলাদা। স্বামী-শাশুড়ির অত্যাচার সে মুখে বুজে সহ্য করে না। বরং মুখের ওপর প্রতিবাদ করার ক্ষমতা রাখে সে। শিমুলের শাশুড়িও এখন বুঝে গিয়েছে, তার ছেলের বৌ সহজ মেয়ে নয়। সেই জন্য ছেলেদের বিরোধিতা করে বৌমাকে বিপাশা (Bipasha)-সুচরিতাদের (Sucharita) সঙ্গে ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছেন তিনি। তবে একটা শর্ত রেখেছেন, তার হাবাগোবা মেয়ে পুতুলকেও সঙ্গে নিয়ে যেতে হবে।

Kar Kache Koi Moner Kotha, Shimul and Parag mother

শাশুড়ির সেই শর্ত শুনেই রাজি হয়ে যায় শিমুল। সেই সঙ্গেই সে বলে, তিনি না বললেও সে পুতুলকে সঙ্গে নিয়ে যেত। ইতিমধ্যেই ঘুরতে যাওয়ার গোছগাছও শুরু করে দিয়েছে শিমুলরা। কিন্তু সেই ঘুরতে গিয়েই চরম বিপদে পড়বে তারা। সম্প্রতি জি বাংলার তরফ থেকে ধারাবাহিকের নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে, সেখানেই দেখা গিয়েছে এই দৃশ্য।

আরও পড়ুনঃ ‘আমি আর আমার স্ত্রী মারা যাবো’, মেয়ের কথা উঠতেই ভরা মঞ্চে কেঁদে উঠলেন ‘মহাগুরু’ মিঠুন

Kar Kache Koi Moner Kotha, Kar Kache Koi Moner Kotha promo

‘কার কাছে কই মনের কথা’র নতুন প্রোমোয় দেখা গিয়েছে, সমুদ্রসৈকতে বিপাশা, সুচরিতা, শীর্ষার সঙ্গে আনন্দ করছে শিমুল। এমনই সময়ই স্রোতের টানে ডুবতে বসে সুচরিতার মেয়ে। কোনও ভাবে সবাই মিলে তাকে বাঁচায়। কিন্তু বারবার ডাকা সত্ত্বেও মেয়ের জ্ঞান না ফেরায় সাহায্যের জন্য চিৎকার করতে থাকে সুচরিতা। তখনই সেখানে এসে হাজির হয় সুচরিতার স্বামী এবং তার প্রেমিকা।

আরও পড়ুনঃ অস্বীকার করল মেয়েরা, অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারালো দীপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র চরম টুইস্ট

মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে দেখে উল্টে সুচরিতার ওপর চোটপাট করতে থাকে তার স্বামী। সে বলে, মেয়ের খেয়ালটুকুও রাখতে পারো না? সেকথা শুনে রেগে যায় শিমুল। সে বলে, বউয়ের প্রতি আপনার না হয় কোনও টান নেই, কিন্তু তাই বলে নিজের মেয়ের প্রতিও কোনও টান থাকবে না? এদিকে স্বামীর পরকীয়ায় লিপ্ত হওয়ার কথা জানতে পেরে হতবাক হয়ে যায় সুচরিতা। শিমুল এবং তার বান্ধবীরা এবার কীভাবে এই পরিস্থিতি সামাল দেয় সেটাই দেখার।

Back to top button