• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমি আর আমার স্ত্রী মারা যাবো’, মেয়ের কথা উঠতেই ভরা মঞ্চে কেঁদে উঠলেন ‘মহাগুরু’ মিঠুন

Published on:

Mithun Chakraborty got emotional about daughter Dishani Chakraborty on Dance Bangla Dance

বাংলা ছাড়িয়ে গোটা দেশে আজও  ব্যাপক জনপ্রিয় মেগাস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এখন মুম্বাই নিবাসী মিঠুনের গোটা পরিবার এই ফিল্মি দুনিয়ার সাথে যুক্ত। মিঠুনের সাথে অভিনেত্রী যোগীতা বালির প্রেম কাহিনী সিনেমার চেয়ে কোন অংশে কম নয়। তাঁদের রয়েছে তিন পুত্র সন্তান। তাই তিন ছেলে নিয়ে শুরু থেকেই ভরা সংসার ছিল তাঁদের। কিন্তু জীবনে সারাক্ষণ একটা ছোট্ট মিষ্টি পরীর অভাব অনুভব করতেন মিঠুন চক্রবর্তী।

ভগবানের আশীর্বাদে সেই অভাবও পূরণ হয়ে যায়। তাই পরবর্তীতে এক কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন অভিনেতা। জানা যায় আস্তাকুঁড়ে  থেকেই এই শিশুকে কুড়িয়ে পেয়েছিলেন অভিনেতা। পরে আইনত তাকেই দত্তক নেন মিঠুন এবং তার স্ত্রী যোগিতা বালি। এখন চক্রবর্তী পরিবার সকলেরই নয়নের মণি মিঠুনের সেদিনের সেই ছোট্ট রাজকন্যা দিশানি চক্রবর্তী (Dishani Chakraborty)। রূপে-গুণে তিনি এখন  হামেশাই টক্কর দিতে পারেন বলিউড অভিনেত্রীদেরও।

Mithun Chakraborty got emotional about daughter Dishani Chakraborty on Dance Bangla Dance

মিঠুন কন্যা দিশানি ইতিমধ্যেই লস এঞ্জেলস থেকে অভিনয় নিয়ে পড়াশোনা শেষ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও দারুন সক্রিয় তিনি। মিঠুন বর্তমানে জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) মহাগুরু আসনে রয়েছেন। সেখানে সম্প্রতি বনগাঁর মেয়ে দিশা এবং অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীর নাচ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মিঠুন। এদিন ডান্স বাংলা ডান্সের মঞ্চে মেয়ের কথা উঠতেই আবেগপ্রবণ হয়ে ডুকরে কেঁদে ওঠেন মহাগুরু।

আরও পড়ুনঃ মৃত বাবা তুলে খোঁটা, পলাশকে উচিত শিক্ষা দিল শিমুল, টিভির আগেই ফাঁস দুর্ধর্ষ পর্ব

সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে কভি খুশি কাভি গাম এর টাইটেল ট্রাকে ‘কনকাঞ্জলি’র দৃশ্য ফুটিয়ে তুলেছেন দিশা আর অভিনেত্রী অনিন্দিতা চক্রবর্তী। যা দেখে আবেগপ্রবণ হয়ে মিঠুন বলে উঠেছিলেন ‘মায়ের ঋণ কখনো শোধ করা যায় না।’

আরও পড়ুনঃ লজ্জা নেই, এবার জিষ্ণু-মেঘকে নিয়ে নোংরা অপবাদ! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র চরম টুইস্ট

সে সময় আবেগপ্রবণ মিঠুনের উদ্দেশ্যে শ্রাবন্তী প্রশ্ন করেন ‘তোমার  সঙ্গে তোমার মেয়ের সম্পর্ক কেমন?’ যা শুনে  মিঠুন বলে ওঠেন ‘যেদিন এটা হবে আমি  স্ত্রী মারা যাবো।’  যা শুনে চোখের জল ধরে রাখতে পারেনি অভিনেত্রী শ্রাবন্তীও।  তবে মেয়েকে নিয়ে মহাগুরু কেন হঠাৎ এমন কথা বলেছেন প্রোমোতে তা অবশ্য স্পষ্ট নয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥