• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অস্বীকার করল মেয়েরা, অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারালো দীপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র চরম টুইস্ট

Published on:

Star Jalsha,Bengali serial,Anurager Chhowa,Accident,Surjya,Deepa,Sona,Rupa,Television,TV serial,Serial,Entertainment,Entertainment news,Bangla khobor,স্টার জলসা,বাংলা সিরিয়াল,অনুরাগের ছোঁয়া,অ্যাক্সিডেন্ট,সূর্য,দীপা,সোনা,রূপা,টেলিভিশন,টিভি সিরিয়াল,সিরিয়াল,বিনোদনের খবর,বিনোদন,বাংলা খবর

Anurager Chhowa big twist : স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি (Bengali Serial) এখন দারুণ জমজমাট হচ্ছে। সূর্য-দীপার জীবনের টানাপোড়েন চরমে উঠেছে। একদিকে দুই মেয়েকে নিয়ে একপ্রকার বাড়ি থেকে পালিয়েছে সূর্য (Surjya)। অপরদিকে হন্যে হয়ে স্বামী-সন্তানদের খুঁজে বেড়াচ্ছে দীপা (Deepa)। ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে, মেয়েদের খোঁজ পেয়ে যাবে সে। তবে মেয়েরাই এবার মাকে চিনতে অস্বীকার করবে।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সেনগুপ্ত বাড়ির সকলে সূর্য এবং সোনা (Sona)-রূপাকে (Rupa) মরিয়া হয়ে খুঁজছে। মেয়েদের জন্য পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দীপা। অপরদিকে তবলাও (Tabla) ভাগ্নিদের খোঁজে মিশকার বাড়ি অবধি পৌঁছে যায়। কিন্তু কথায় কথায় সে বুঝতে পারে মিশকাও (Mishka) এই বিষয়ে কিছু জানে না। তবে লাবণ্য বুঝতে পেরেছে সূর্য সিস্টার মার্গারেটের কাছেই গিয়েছে। তাই এখন সে সিস্টার মার্গারেটকে খোঁজার চেষ্টা করছে।

Anurager Chhowa, Anurager Chhowa Deepa Sona and Rupa

এদিকে আবার দেখা যায়, রাতটুকু একটি গ্যারেজে কাটিয়ে সকাল থেকে ফের সোনা-রূপার খোঁজে বেরিয়ে পড়েছে দীপা। অনেক খোঁজার পর একজন ব্যক্তি দীপাকে বলে, এরা তো ডাক্তারবাবুর মেয়ে। সিস্টার মার্গারেটের স্কুলে পড়ে। সোনা-রূপার খোঁজ পেয়ে সঙ্গে সঙ্গে স্কুলে পৌঁছে যায় দীপা। দারোয়ান তাকে আটকানোর চেষ্টা করলে সে জোর করে ভেতরে ঢুকে পড়ে এবং সোজা সোনা-রূপার কাছে চলে যায়।

আরও পড়ুনঃ বিচ্ছেদ নয়, স্বামী-স্ত্রী ছিলাম সেটাই আছি, পুজোর আগেই সুখবর দিলেন রাহুল-প্রিয়াঙ্কা

Anurager Chhowa Deepa's Accidenrt new promo on air

তখন সিস্টার মার্গারেট এসে দীপাকে জিজ্ঞেস করে সে স্কুলে কেন এসেছে? তখন দীপা জানায়, সোনা-রূপা তার মেয়ে এবং সে তার সন্তানদের নিতে এসেছে। কিন্তু বাবা কষ্ট পাবে ভেবে সোনা-রূপা দু’জনেই তখন মাকে অস্বীকার করে। ফলে স্বাভাবিকভাবেই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় দীপাকে।

আরও পড়ুনঃ বাংলা সিরিয়ালের গল্প চুরির অভিযোগ! হিন্দি ইন্ডাস্ট্রিতে গিয়ে সাফাই পর্দার ‘মৌ’ আদৃজার

Anurager Chhowa Deepa's Accidenrt new promo on air

মেয়েরা অস্বীকার করায় প্রচণ্ড কষ্ট পায় দীপা। স্কুল থেকে বেরিয়ে সে সোজা মন্দিরে চলে যায়। সেখানে গিয়ে সে ঠাকুরের কাছে বলে, ডাক্তারবাবু আমার মেয়ে দু’টোকে অনেক বদলে দিয়েছে। এখন আর ওদের মায়ের দরকার নেই। এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে অন্যমনস্কভাবে হাঁটতে থাকে সে। তখনই একটি গাড়ি এসেছে দীপাকে ধাক্কা মারে এবং সে মাথায় গুরুতর চোট পায়। দর্শকদের একাংশের অনুমান, মাথায় চোট পাওয়ার কারণে হয়তো দীপা নিজের স্মৃতি হারাবে। সূর্য, সোনা, রূপা সবাইকে সে ভুলে যাবে। সত্যিই কি ধারাবাহিকে এমনটা হবে? উত্তর পাওয়া যাবে আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥