• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা-ছেলের ফুলশয্যা থেকে দেওর-বৌদির প্রেম! ‘কার কাছে কই মনের কথা’ দেখে ছিঃ ছিঃ করছে দর্শকরা

Published on:

Zee Bangla,Bengali serial,Kar Kache Koi Moner Kotha,Serial,Shimul,Putul,Ranja,Tirthankar,জি বাংলা,বাংলা সিরিয়াল,সিরিয়াল,কার কাছে কই মনের কথা,শিমুল,পুতুল,রঞ্জা,তীর্থঙ্কর,Television,TV serial,Bengali television,Bangla television,টেলিভিশন,টিভি সিরিয়াল,বাংলা টেলিভিশন

শুরু থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটি। প্রথমে এই সিরিয়ালের বিরুদ্ধে উঠেছিল ‘মেয়েবেলা’র গল্প নকল করার অভিযোগ। এরপর ফুলশয্যার খাটে মা-ছেলে শোওয়া, পরকীয়ার কাহিনী দেখিয়ে বিস্তর বিতর্কে জড়িয়েছে এই মেগা। এবার দেওর-বৌদির প্রেমের ট্র্যাক আনতেই রাগে ফুঁসতে শুরু করেছে দর্শকরা!

সিরিয়ালের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, শুরু থেকেই নানান সেনসিটিভ ইস্যু দেখানো হয়েছে ‘কার কাছে কই মনের কথা’র। ‘মা ছেলের ফুলশয্যা’, পরকীয়া ছাড়াও বৈবাহিক ধর্ষণ, স্ত্রীকে মারধরের মতো দৃশ্য দেখানো হয়েছে এই মেগায়। তবে এবার দেওরের প্রতি বৌদির দুর্বলতার ট্র্যাক আনায় রীতিমতো রেগে গিয়েছেন দর্শকরা।

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha Shimul gets suspicious of Tirthankar’s sister in law

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শিমুলের (Shimul) ননদ পুতুলের (Putul) সঙ্গে তারই শিক্ষক তীর্থঙ্করের বিয়ে ঠিক হয়েছে। তীর্থঙ্করই প্রথমে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ের জন্য এত ভালো সম্বন্ধ এসেছে দেখে সহজেই রাজি হয়ে যায় মধুবালা। তবে তীর্থঙ্করের বৌদি রঞ্জা এই বিয়েতে বিশেষ খুশি নয়! তার ব্যবহার, কথাবার্তা দেখেই সেকথা বেশ বোঝা যাচ্ছে।

আরও পড়ুনঃ পাপের সাজা! দত্ত বাড়ি থেকে ঘাড় ধাক্কা খেয়ে ভিক্ষা করছে অয়ন-মৌমিতা, ফাঁস ধামাকাদার আগাম পর্ব

ইতিমধ্যেই একাধিকবার পুতুলকে অপমান করেছে রঞ্জা। সম্প্রতি আবার শিমুলকেও কথা শোনায় সে। তখন প্রতিবাদ করে পরাগ। দর্শকরা আগেই জেনে গিয়েছেন, রঞ্জা এবং তীর্থঙ্কর একসঙ্গে কলেজে পড়তো। এখন তাদের সম্পর্ক দেওর-বৌদির। কিন্তু তীর্থঙ্করের প্রতি রঞ্জার ব্যবহার দেখে অনেকের অনুমান, সে দেওরের প্রতি দুর্বল!

Kar Kache Koi Moner Kotha serial Ranja

তীর্থঙ্করের সঙ্গে পুতুলের বিয়ে হোক, তাতে বিশেষ মত নেই রঞ্জার! দর্শকদের একাংশের অনুমান, দেওরের প্রতি অনুরক্ত সে। আর এই দৃশ্য টেলিকাস্ট হতেই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়া ইউজাররা নানান ধরণের মন্তব্য করছেন।

আরও পড়ুনঃ অর্জুন-ইরা অতীত, বাধা-বিপত্তি কাটিয়ে ফের জুড়বে সূর্য-দীপার সংসার! ফাঁস মন খুশি করা পর্ব

অনেকেই বলছেন, বৌদিকে মা সমান বলা হয়। সেই বৌদির দেওরের প্রতি দুর্বলতা দেখানো একেবারেই উচিত নয়! এখনও অবশ্য স্পষ্ট বোঝা যায়নি, সত্যিই তীর্থঙ্করের প্রতি রঞ্জার দুর্বলতা আছে কিনা। ‘কার কাছে কই মনের কথা’র আগামী পর্বগুলিতেই পাওয়া যাবে সেই উত্তর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥