• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অর্জুন-ইরা অতীত, বাধা-বিপত্তি কাটিয়ে ফের জুড়বে সূর্য-দীপার সংসার! ফাঁস মন খুশি করা পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa update will Surjya Deepa come together again

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) এখন হাইভোল্টেজ ড্রামা চলছে। সময়ের সঙ্গে বেড়েছে সূর্য-দীপার দূরত্ব। দীপাকে ডিভোর্স দেওয়ার পাশাপাশি সেনগুপ্ত পরিবার ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে সূর্য। অতীতের কোনও কিছুই এখন তাকে টানে না! ছোট্ট একটা গ্রামে গিয়ে নতুন করে জীবন শুরু করেছে সে। সম্প্রতি সূর্যর জীবনে এন্ট্রি হয়েছে ইরা নামের একটি মেয়ের।

ধারাবাহিকের (Bengali Serial) বর্তমান প্লট অনুযায়ী, সূর্য-অধ্যায় ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দীপা। দুই মেয়েকে আগলে নতুনভাবে বাঁচতে চায় সে। তবে সোনা-রূপা জানে, ওপর ওপর নিজেকে শক্ত দেখালেও, ভেতর ভেতর খুব কষ্টে আছে দীপা (Deepa)। তাই মায়ের এই কষ্ট দূর করতে অর্জুনের সাহায্য চেয়েছে তারা। ছোট্ট সোনা-রূপা (Sona Rupa) এখন চায়, অর্জুনের (Arjun) হাত ধরে ফের নতুন করে জীবন শুরু করুক তাদের মা।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Arjun Deepa come closer

সম্প্রতি দেখানো হয়েছে, সরস্বতী পুজোর দিন দীপাকে নিজের মনের কথা বলেছে অর্জুন। সেই সঙ্গে এটাও জানিয়েছে, দীপার থেকে সে কিছু প্রত্যাশা করে না। নিজের একতরফা ভালোবাসা নিয়েই ভালো আছে। অন্যদিকে ধীরে ধীরে গাঢ় হচ্ছে সূর্য (Surjya)-ইরার (Ira) বন্ধুত্ব।

আরও পড়ুনঃ এতকিছুর পরেও নির্লজ্জ্ব, মেঘ-নীলের ফুলশয্যা পণ্ড করতে ষড়যন্ত্র ময়ূরীর! ফাঁস চমকে দেওয়া পর্ব

ইতিমধ্যেই স্টার জলসার তরফ থেকে ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অর্জুন দীপাকে ‘আই লাভ ইউ’ বলছে। সেই সঙ্গেই বলে, এই ফাগুনে তুই আমার হবি দীপা। একথা শুনে দীপার হাত থেকে ফুলের ঝুড়ি পড়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে, ‘এটা অসম্ভব’।

Anurager Chhowa Deepa and Arjun promo

অন্যদিকে আবার মাঝরাস্তায় দাঁড়িয়ে সূর্যর কাছে প্রেমনিবেদন করে ইরা। সেকথা শুনে সূর্য চিৎকার করে বলে, ‘শাট আপ’। এই প্রোমোর পাশাপাশি ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব দেখেও বোঝা যাচ্ছে, সূর্য যেমন এখনও শুধু দীপাকেই ভালোবাসে, তেমনই দীপার মনেও ‘ডাক্তারবাবু’ ছাড়া আর কেউ নেই।

আরও পড়ুনঃ বৌদি ঘনিষ্ট পুতুলের হবু বর তীর্থঙ্কর! সত্যি জেনেও কি চুপ থাকবে শিমুল? ফাঁস তুলকালাম পর্ব

দর্শকদের একাংশের অনুমান, অর্জুন-ইরা প্রোপোজ করার পরেই হয়তো একে অপরের প্রতি ভালোবাসার কথা বুঝতে পারবে সূর্য-দীপা। আর তারপরেই জোড়া লাগবে তাদের ভাঙা সংসার। এবার দেখা যাক, শেষ অবধি এমনটা হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥