• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দক্ষ অভিনয় আর নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে টিকে আছি, সাক্ষাৎকারে সাফ কথা ‘কৌশিকী’ রূপসার

Updated on:

Zee Bangla Bengali serial Jagaddhatri Kaushiki AKA Rupsha Chakraborty interview

বাংলা টেলিভিশনে এমন অনেক অভিনেত্রী আছেন যারা পার্শ্বচরিত্রে অভিনয় করেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন। এমনই একজন শিল্পী হলেন রূপসা চক্রবর্তী (Rupsha Chakraborty)। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘কৌশিকী’ নামেই বেশি। ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকে এই চরিত্রেই অভিনয় করছেন তিনি। তবে অনেকেই জানেন না, রূপসা কিন্তু শুধুমাত্র একজন অভিনেত্রী নন, তিনি ‘জগদ্ধাত্রী’র প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর (Snehasish Chakraborty) স্ত্রী।

স্নেহাশিস হলেন ব্লুজ প্রোডাকশন হাউসের কর্ণধার। স্বামী এত বড় প্রযোজক, কাজ পেতে নিশ্চয়ই কোনও সমস্যা হয়নি রূপসার? সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রশ্ন রাখা হয়েছিল অভিনেত্রীর সামনে। জবাবে তিনি সাফ বলেন, স্নেহাশিস ভীষণ পেশাদার এবং বিচক্ষণ এক ব্যক্তি। স্ত্রী বলে রূপসাকে নায়িকার করার মতো পক্ষপাতিত্ব তিনি কখনও করেননি।

Rupsha Chakraborty and Snehasish Chakraborty, Rupsha Chakraborty on Snehasish Chakraborty

রূপসা আরও জানান, ‘কাছে আয় সই’ ধারাবাহিকের (Bengali Serial) সময় প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িত এক ব্যক্তির কথা শুনে তাঁকে কাস্ট করেছিলেন স্নেহাশিস। কিন্তু সেই সময়ও তিনি বলে দিয়েছিলেন, ‘নিচ্ছি ঠিকই। তবে ভালো অভিনয় করতে না পারলে বাদ দিয়ে দেব’। অভিনেত্রী জানান, তাঁর কাছে একথা বেশ অপমানজনক ছিল। তবে এই সিরিয়ালে অভিনয়ের পরেই একের পর এক কাজের সুযোগ আসতে থাকে তাঁর কাছে। আর সেই সঙ্গেও আরও ভালো কাজের জেদ এসে যায় রূপসার মধ্যে।

আরও পড়ুনঃ পাইস হোটেল দিয়ে ভাইরাল, এবার সোজা টলিউডের নায়িকা? লাইভ এসে চমকে দিলেন স্মার্ট দিদি নন্দিনী

তবে স্নেহাশিস পক্ষপাতিত্ব না করলেও, অনেকেই অভিযোগ করেন প্রযোজকের স্ত্রী বলে বাড়তি সুবিধা পান রূপসা। অভিনেত্রী এই প্রসঙ্গে বলেন, ‘আমার নিজের প্রযোজনা সংস্থাতেই কিছু মানুষ আছেন যারা সামনে হেসে কথা বললেও, পিছনে ঠিক সমালোচনা করেন। তবে এই নিয়ে কখনও আমি স্নেহাশিসের কাছে অভিযোগ করিনি। আগে এগুলো আমার খারাপ লাগতো, মনে প্রভাব ফেলতো। তবে এখন আমি এড়িয়ে চলতে পারি’।

আরও পড়ুনঃ ‘নিম ফুলের মধু’র তিন্নির হবু বর কে জানেন? Didi No 1- এর মঞ্চে হাটে হাঁড়ি ভাঙলেন রচনা

Rupsha Chakraborty and Snehasish Chakraborty, Rupsha Chakraborty love story

রূপসা এমন একজন অভিনেত্রী যিনি ছোটপর্দায় দাপিয়ে কাজ করলেও এখনও বড়পর্দা থেকে তেমন সুযোগ পাননি। এই বিষয়ে জিজ্ঞেস করা হলেন ‘জগদ্ধাত্রী’র কৌশিকী বলেন, ‘দেখ কেমন লাগে’তে সোহমের বৌদির ভূমিকায় অভিনয় করেছিলাম। শতরূপা সান্যালের ‘কলুষ’ সিনেমায় প্রধান চরিত্র করেছি। তবে নামী পরিচালকের সিনেমায় এখনও সুযোগ পাইনি’।

কর্মজীবনের পাশাপাশি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন রূপসা। এত ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হয়েও স্নেহাশিসের সঙ্গে নিজের সম্পর্ক টিকে থাকার রসায়ন শেয়ার করেন অভিনেত্রী। পর্দার কৌশিকী বলেন, ‘পারস্পরিক সহযোগিতা। রাতে ঝগড়া হলে সকালে ঘুম থেকে ওঠার পর ভুলে যাই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥