• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাইস হোটেল দিয়ে ভাইরাল, এবার সোজা টলিউডের নায়িকা? লাইভ এসে চমকে দিলেন স্মার্ট দিদি নন্দিনী

Updated on:

Viral Nandini Didi hints about her new project fans wonder is it a movie or web series

সোশ্যাল মিডিয়ার হাত ধরে যে কীভাবে মানুষের ভাগ্য ঘুরে যায় তা বোঝা যায় নন্দিনী দিদিকে (Nandini Didi) দেখলে। আসল নাম মমতা গঙ্গোপাধ্যায় (Mamata Ganguly), তবে সমাজমাধ্যমে ‘স্মার্ট দিদি’ অথবা ‘নন্দিনী দিদি’ নামেই বেশি জনপ্রিয় তিনি। ডালহৌসির অফিস পাড়ায় পাইস হোটেল চালানো নন্দিনী আচমকাই ভাইরাল (Viral) হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। এরপরেই ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা।

প্রায় রোজই এখন নন্দিনী দিদির দোকানের সামনে ইউটিউবারদের ভিড় দেখা যায়। শুধু তাই নয়, দেশের বাইরে থেকেও প্রচুর লোক খেতে আসে তাঁর হোটেলে। এবার শোনা যাচ্ছে, এই নন্দিনী দিদিই নাকি সিনেমায় নাম লেখাতে চলেছেন! শনিবার রাতে ইনস্টাগ্রামে লাইভ আসেন তিনি। সেখানেই তাঁর কথা শুনে এই জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়।

Nandini Didi, Smart Didi Nandini, Nandini Didi movie

গতকাল রাতে রাজা সাহার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় (Social Media) লাইভ আসেন নন্দিনী দিদি। প্রথমে নিজের হাতে থাকা বেশ কয়েকটি কাগজ দেখান তিনি। তারপর বলেন, আজ তাঁরা বড়সড় চমক দেবেন। ‘স্মার্ট দিদি’ (Smart Didi) বলেন, ‘আজ আমরা একটা চরিত্রের কথা বলবো। নন্দিনী নয়, সেই চরিত্র হল নিলাক্ষী’।

আরও পড়ুনঃ ‘মহালয়া করতে ভালোলাগে না’, সিরিয়াল থেকে সিনেমায় গিয়ে বিস্ফোরক ‘মিঠাই’ সৌমিতৃষা

এরপর রাজা বলেন, ‘নিলাক্ষী এমন একজন মেয়ে যে ভীষণ সুন্দরী, আকর্ষণীয় এবং ক্রিয়েটিভ। সে লিখতে ভালোবাসে। নিজের লেখায় সত্যিটাকে তুলে ধরতে ভালোবাসে’। এরপর আইকনিক অজিত এবং জটায়ুর সঙ্গে নিলাক্ষীর তুলনা করেন তাঁরা।

আরও পড়ুনঃ ‘নিম ফুলের মধু’র তিন্নির হবু বর কে জানেন? Didi No 1- এর মঞ্চে হাটে হাঁড়ি ভাঙলেন রচনা

Smart Didi Nandini, Nandini Didi movie

কথার সূত্রেই নন্দিনী বলেন, ‘কিছু সত্যি বাইরে আসা। আবার কিছু সত্যি নিজের মধ্যে চেপে রাখা। সম্পর্কের দাম, কোনও পরিবারের কাছে একটা সম্পর্কের কী মর্ম হতে পারে, সেসব নিয়ে নিলাক্ষীর গল্প’। নন্দিনী এবং রাজার কথা থেকেই স্পষ্ট কোনও সিনেমা আসছে। যদিও দু’জনের কেউই জানাননি, নিলাক্ষী চরিত্রে কাকে অভিনয় করতে দেখা যাবে।

 

View this post on Instagram

 

A post shared by Raj Saha (@rajsahaofficial)

ভাইরাল নন্দিনী দিদি জানান, আস্তে আস্তে এই রহস্য থেকে পর্দা উঠবে। নিলাক্ষীর এই কাহিনী সিনেমা আকারে দেখানো হবে নাকি ওয়েব সিরিজ আকারে রয়েছে সেই প্রশ্নও। শুধু তাই নয়, নিলাক্ষীর গল্পের সঙ্গে নন্দিনীর কি যোগসূত্র আছে সেটাও এখনও পরিষ্কার হয়নি। তাহলে কি এবার বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন ডালহৌসির পাইস হোটেলের মালকিন? প্রশ্ন হাজার থাকলেও উত্তর মেলেনি এখনও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥