• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘নিম ফুলের মধু’র তিন্নির হবু বর কে জানেন? Didi No 1- এর মঞ্চে হাটে হাঁড়ি ভাঙলেন রচনা

Published on:

Neem Phooler Madhu serial Tinni actress Nabanita Malakr real life boyfriend

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত পরিচিত নাম হলো নবনীতা মালাকার (Nabanita Malakar)। কিছুদিন আগেও তাঁকে দেখা গিয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালে। এই ধারাবাহিকে তিন্নি (Tinni) চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। যদিও আপাতত চিত্রনাট্যের প্রয়োজন এই সিরিয়ালে কিছুদিন দেখাই আছে না তিন্নিকে। ‘বটু  সোনা’র পর্দা ফাঁস হওয়ার পরেই দত্তবাড়ি থেকে বিদায় নিয়েছিল তিন্নি।

তবে নীম ফুলের মধুতে দেখা না গেলেও  নবনীতা কিন্তু চুটিয়ে অভিনয় করে চলেছেন অন্য চ্যানেলের বাংলা সিরিয়ালে। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন সান বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘রূপসাগরের মনের মানুষ’-এ রাগিনী চরিত্রে। সম্প্রতি জি বাংলা জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির হয়েছিলেন তিন্নি সহ বাংলা সিরিয়ালের আরও তিন খলনায়িকা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,তিন্নি,Tinni,নবনীতা মালাকার,Nabanita Malakar,প্রেমিক,Boyfriend

প্রসঙ্গত দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে হাজির হওয়া মানেই তারকাদের পেট থেকে তাদের হাঁড়ির খবর টেনে বার করে আনেন এই শোয়ের সঞ্চালিকা খোদ রচনা ব্যানার্জি। ব্যতিক্রম হয়নি নবনীতার ক্ষেত্রেও। নবনীতারবিয়ে এবং মনের সম্পর্কে এদিন জানতে চেয়েছিলেন রচনা।

আরও পড়ুনঃ আর দেখা যাবে না লাবণ্য সেনগুপ্তকে, রাতারাতি ‘অনুরাগের ছোঁয়া’ ছাড়লেন রূপাঞ্জনা!

জবাবে নবনীতাও কোনো রাখঢাক না রেখেই এদিন বলেন ‘এত বছর ধরে একা-একা তো। মা-বাবা আর নিতে পারছে না। বলছে কিছু একটা করে আমাদের ছেড়ে বিদায় হ। মানুষটা খুব ভাল। ও হচ্ছে আমার খুব ভাল বন্ধু। ব্যাপারটা অ্যারেঞ্জড পুরোটাই। এখনও যদিও বিয়ের সময় বা তারিখ ঠিক হয়নি।’

আরও পড়ুনঃ ‘মহালয়া করতে ভালোলাগে না’, সিরিয়াল থেকে সিনেমায় গিয়ে বিস্ফোরক ‘মিঠাই’ সৌমিতৃষা

তিনি আরও যোগ করেন, ‘ছেলে খুব ভাল। পরিবারও ভালো। আমার মা-বাবা যদিও বলে, তোকে দুদিন পর তাড়িয়ে দেবে। নিয়ে গিয়ে আবার ফেরত দিয়ে যাবে।’ নবনীতার হবু বরের নাম সুমিত মিত্র। তিনি অবশ্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নন। পরিবারের পছন্দ করে দেওয়া মানুষটিই এখন নবনীতার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছেন।

সোশ্যাল মিডিয়ার পাতায় উঁকি দিলেই তাঁদের একসাথে কাটানো বেশ কিছু মিষ্টি মুহূর্তের ছবিও দেখতে পাওয়া যায়। কিছুদিন একসাথে পাহাড় ভ্রমণেও গিয়েছিলেন তাঁরা। প্রসঙ্গত নিয়ম ফুলের মধু’তে অভিনয় করার আগে তিনি অভিনয় করেছেন ‘পুণ্যি পুকুর’, ‘মনসা’, ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’-র মতো একাধিক ধারাবাহিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥