• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোয়েন্দা জ্যাসের মনেও আছে কৃষ্ণপ্রেম, জন্মাষ্টমী স্পেশাল ‘জগদ্ধাত্রী’র লুক দেখেই মুগ্ধ নেটপাড়া

Published on:

Zee Bangla Bengali serial Jagaddhatri Janmashtami special promo is out now

Jagaddhatri Janmastami Special : এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। একাধিকবার বেঙ্গল টপারের শিরোপা জিতেছে গোয়েন্দা কাহিনী ভিত্তিক এই সিরিয়াল। বাড়ি এবং ডিউটি- দু’টোই একসঙ্গে সামলে দর্শকদের মন জয় করে নিয়েছে জগদ্ধাত্রী ওরফে জ্যাস। দাবাং অফিসার রূপে অ্যাকশন হোক বা স্বয়ম্ভূর (Swayambhu) সঙ্গে রোম্যান্স, সবেতেই সে সেরা।

এই মুহূর্তে একের পর এক রহস্য থেকে পর্দা উঠিয়ে চলেছে জগদ্ধাত্রী। কখনও সে মৃত্যুর মুখ থেকে স্বামীকে বাঁচিয়ে আনছে, কখনও উৎসবের (Utsav) শয়তানি পরিকল্পনা ভেস্তে দিচ্ছে। এসবের মাঝেই জ্যাসের সামনে চলে এল আরও একটি নতুন রহস্য। ইতিমধ্যেই জি বাংলার তরফ থেকে ধারাবাহিকের (Serial) নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে, সেখানেই দেখা গিয়েছে এই দৃশ্য।

Jagaddhatri and Swayambhu, Jagaddhatri Janmashtami promo

রবিবার জি বাংলার তরফ থেকে শেয়ার করা ‘জগদ্ধাত্রী’র নতুন প্রোমোয় (Jagaddhatri Promo) দেখা যাচ্ছে, রাধার বেশে কৃষ্ণরূপী স্বয়ম্ভূর সঙ্গে নাচ করছে জগদ্ধাত্রী। জন্মাষ্টমীর (Janmashtami) শুভ দিনে সব মান-অভিমান মিটিয়ে ফের কাছাকাছি এসেছে তারা। উৎসবের সব শয়তানি প্ল্যান বানচাল করে স্বয়ম্ভূর অভিমান ভাঙাতে সক্ষম হয়েছে জগদ্ধাত্রী।

আরও পড়ুনঃ অস্বীকার করল মেয়েরা, অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারালো দীপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র চরম টুইস্ট

Jagaddhatri, Jagaddhatri promo, Jagaddhatri Janmashtami promo

কিন্তু এসবের মাঝে ফের এক নতুন কেস আসে জগদ্ধাত্রীর হাতে। সেই জন্য ফের তাকে জ্যাস সান্যালের বেশ ধারণ করতে হয়। দেখা যায়, কোথাও এক মহিলার হত্যা হয়েছে। কিন্তু জগদ্ধাত্রী যখন সেখানে পৌঁছায়, সে দেখে সেই মহিলার দেহে তখনও প্রাণ আছে। সঙ্গে সঙ্গে সে টিমের বাকি সদস্যদের অ্যাম্বুলেন্স ডেকে সেই মহিলাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার কথা বলে।

আরও পড়ুনঃ পাড়ার মেয়েদের সাথে ঘুরতে যাওয়াই কাল! নতুন বিপদের মুখে শিমুল, টিভির আগেই ফাঁস আজকের পর্ব

এরপরেই দেখা যায়, অপরাধীর পিছনে ছুটছে জগদ্ধাত্রী। দৌড়তে দৌড়তেই বন্দুক বের করে তাকে লক্ষ্য করে গুলি করে জ্যাস। জন্মাষ্টমীর দিনে যেন যুদ্ধ আর ভালোবাসা, দুইয়ের মিশেল ঘটেছে জগদ্ধাত্রীর জীবনে। জ্যাস কী পারবে দুই দিক একসঙ্গে সামলাতে? সেই উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥