• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের ভালোবাসায় ৪০০ পর্ব পার! রইল টিম ‘জগদ্ধাত্রী’ সেলিব্রেশনের অদেখা ছবি ও ভিডিও

Updated on:

Zee Bangla Jagaddhatri Serial 400 Episode Celebration

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম তিনে এই মেগার স্থান একেবারে পাকা। একাধিকবার বেঙ্গল টপারও হয়েছে এই সিরিয়াল। সম্প্রতি সেই ধারাবাহিকই দর্শকদের ভালোবাসায় ৪০০ পর্ব অতিক্রম করে ফেলল।

এখন যেখানে রেটিংয়ের অভাবে শুরু হওয়ার দু-তিন মাসের মাথায় শেষ হয়ে যায় বহু সিরিয়াল, সেখানে এক বছর ধরে টিআরপি তালিকায় রাজত্ব করছে ‘জগদ্ধাত্রী’। ৪০০ পর্ব সম্প্রচার হওয়াটা মোটেই চারটিখানি কথা নয়। স্বাভাবিকভাবেই এই মাইলফলক স্পর্শ করায় ‘জগদ্ধাত্রী’র সেটে ধুমধাম করে সেলিব্রেশন (Celebration) হয়েছে।

Jagaddhatri serial Swayambhu, Soumyadeep Mukherjee birthday

গত বছর ২৯ আগস্ট জি বাংলার পর্দায় পথচলা শুরু হয়েছিল ‘জগদ্ধাত্রী’র। বাংলা সিরিয়ালের একঘেয়ে পরকীয়া-কুটকচালির ভিড়ে গোয়েন্দা কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই মেগা। ভিন্ন স্বাদের কাহিনী দেখিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের ড্রয়িংরুমের অংশ হয়ে ওঠে জ্যাস-স্বয়ম্ভূরা। এক বছর পরেও একই রকম আছে সিরিয়ালের জনপ্রিয়তা।

 আরও পড়ুনঃ পুজোর আগে একি হল? ফাটিয়ে দিচ্ছে ফুলকি সন্ধ্যাতারা! রইল মাথাখারাপ করা TRP তালিকা

Jagaddhatri, Jagaddhatri serial crosses 400 episodes

আরও পড়ুনঃ মিশকার খেল খতম, সূর্যকে বাঁচাতে পুলিশ রূপে হাজির দীপা! তুলকালাম পর্ব আসছে ‘অনুরাগের ছোঁয়া’য়

নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়ের আনকোরা জুটিকে দু’হাত ভরে ভালোবাসা দিয়েছেন দর্শকরা। বাংলার সিরিয়ালপ্রেমী মানুষদের কাছে এখন তাঁদের পরিচিতি জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূ নামেই বেশি। ধুন্ধুমার অ্যাকশন থেকে রোম্যান্স- সব কিছুই দেখা যায় জি বাংলার এই মেগায়। দর্শকদের মতে, এটাই সিরিয়ালের ইউএসপি।

Jagaddhatri serial Jagaddhatri and Swayambhu, Ankita Mallick and Soumyadeep Mukherjee

সম্প্রতি ‘জগদ্ধাত্রী’র ৪০০ পর্ব সম্পন্ন হওয়ায় জি বাংলার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা, ‘আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় ৪০০ পর্বে পা রাখলো আপনাদের প্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এভাবেই পাশে থাকুন আর দেখতে থাকন ‘জগদ্ধাত্রী’’।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘জগদ্ধাত্রী’র সেটের একাধিক ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ৪০০ পর্ব সম্পন্ন হওয়া উপলক্ষ্যে কেক কেটে সেলিব্রেট করছে গোটা টিম। জগদ্ধাত্রী, স্বয়ম্ভূ, কৌশিকী থেকে উৎসব, মেহেন্দি- সেই সেলিব্রেশনে দেখা মিলেছে একাধিক তারকার। টিআরপি তালিকায় ‘জগদ্ধাত্রী’র রাজত্ব এভাবেই কায়েম থাকুক, এই কামনাই করছে অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥