• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগে একি হল? ফাটিয়ে দিচ্ছে ফুলকি সন্ধ্যাতারা! রইল মাথাখারাপ করা TRP তালিকা

Published on:

6th Oct Target Rating Point List of Bengali Serials anurager chhowa first see complete list

প্রতি সপ্তাহে একটা দিনের জন্য অপেক্ষায় থাকেন বাঙালি দর্শকেরা। কোন দিন? সেটা হল বৃহস্পতিবার, কারণ এই দিনেই টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা প্রকাশ পায়। যদিও এবার সেটা একটু দেরি হয়েছে, আজ অর্থাৎ শুক্রবার রিলিজ হয়েছে নতুন TRP তালিকা। যেখানে ষ্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা (Zee Bangla) এর জনপ্রিয় সিরিয়ালের জনপ্রিয়তার ফলাফল দেখা যাচ্ছে।

এমনিতেই গুটিকতক সিরিয়ালেরাই সেরা ৫এর জন্য লড়াই করে। তবে এবার ছবিটা ধীরে ধীরে পাল্টাচ্ছে। পুরোনোদের টেক্কা দিয়ে নতুনেরাও দর্শকদের মন জয় করতে শুরু করেছে। অবশ্য দীপাকে টেক্কা দেওয়া সম্ভব হয়নি। এবারেও ৯.০ পয়েন্ট সহ প্রথম স্থান পেয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। এর ঠিক পরেই ৮.০ পয়েন্টে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে জগদ্ধাত্রী ও ফুলকি।

27th July Bengali Serial Target Rating Point List Anurager Chhowa first Jagaddhatri Second Phulki third see complete TRP List

একেরপর এক দুর্ধর্ষ পর্ব দেখিয়ে তৃতীয় স্থানে রয়েছে সন্ধ্যাতারা। কম যাচ্ছে যান নিম ফুলের মধুও, চয়নের বিয়ের টানটান পর্বের দৌলতে ৭.৫ পয়েন্টে রয়েছে চতুর্থ স্থানে। এরপর রয়েছে মানালীর কার কাছে কই মনের কথা। ৭.৪ পয়েন্ট পেয়ে সেরা পাঁচে নিজের জায়গা ধরে রাখলো পরাগ-শিমুলের কাহিনী। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা :

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

অনুরাগের ছোঁয়া – ৯.০ প্রথম
জগদ্ধাত্রী, ফুলকি – ৮.০ দ্বিতীয়
সন্ধ্যাতারা – ৭.৬ তৃতীয়
নিম ফুলের মধু – ৭.৫
কার কাছে কই মনের কথা – ৭.৪

রাঙা বউ – ৭.০
জল থই থই ভালোবাসা – ৬.৯
তুঁতে – ৬.৭
Love বিয়ে আজকাল – ৬.৬
হরগৌরী পাইস হোটেল – ৬.৫

প্রসঙ্গত, গত মাস থেকেই একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। পর্দায় কামব্যাক করেছেন অপরাজিতা আঢ্যও। যার জেরে অনেক পুরোনো সিরিয়ালের নম্বর কমে গিয়েছে। এছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নং ১ পেয়েছে ৬.৪ ও ড্যান্স বাংলা ড্যান্স পেয়েছে ৫.৫।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥