• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার খেল খতম, সূর্যকে বাঁচাতে পুলিশ রূপে হাজির দীপা! তুলকালাম পর্ব আসছে ‘অনুরাগের ছোঁয়া’য়

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যত দিন যাচ্ছে দর্শকমহলে সূর্য-দীপা কাহিনীর জনপ্রিয়তাও বাড়ছে। সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপারের আসন ধরে রেখেছে এই মেগা (Bengali Serial)। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে একটি বিরাট টুইস্ট, যে কারণে ফের ঘুরে যাবে গল্পের মোড়।

‘অনুরাগের ছোঁয়া’ যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, সূর্যর (Surjya) স্পার্ম চুরি করে অবৈধভাবে গর্ভবতী হয়েছে মিশকা (Mishka)। যদিও সে সবাইকে বলেছে, সূর্য এবং তার ঘনিষ্ঠতার প্রমাণ হল তার গর্ভের সন্তান। দীপা (Deepa) প্রথমে মিশকাকে বিশ্বাস না করলেও, সূর্যর সঙ্গে মিশকার গর্ভের সন্তানের ডিএনএ মিলে যাওয়ায় অবাক হয়ে যায় সে।

   

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Deepa

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখতে পাবেন, সূর্যর সঙ্গে মিশকার ডিএনএ মিলে যাওয়ার মানসিকভাবে ভেঙে পড়ে লাবণ্য সেনগুপ্ত। এরপর মিশকা সূর্যকে দু’টো শর্ত দিয়ে বলে, হয় সে মিশকাকে গ্রহণ করবে। আর নাহলে এর ফল ভুগবে গোটা সেনগুপ্ত পরিবার।

আরও পড়ুনঃ ‘মহানায়ক’ হওয়া সহজ নয়! উত্তম কুমার রূপে সামনে আসতেই বিতর্ক, যা বললেন নীল

প্রিয় বান্ধবীর এমন চেহারা দেখে রাগে ফুঁসতে থাকে সূর্য। সে সোজা মিশকার বাড়ি গিয়ে বলে, সে মিশকাকে সবার থেকে বেশি বিশ্বাস করেছিল। আর সেই বিশ্বাসের মর্যাদা সে রাখতে পারেনি। একথা বলেই প্রিয় বান্ধবীকে গুলি করে সূর্য।

আরও পড়ুনঃ পুজোর আগে একি হল? ফাটিয়ে দিচ্ছে ফুলকি সন্ধ্যাতারা! রইল মাথাখারাপ করা TRP তালিকা

Anurager Chhowa, Anurager Chhowa Surjya shoots Mishka

ইতিমধ্যেই ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, মিশকাকে খুনের অপবাদে জেলে নিয়ে যাওয়া হয়েছে সূর্যকে। তবে সূর্য কাঁদতে কাঁদতে দীপার কাছে বলে, সে মিশকাকে খুন করেনি। এসবের মাঝেই দীপার নতুন লুকের ছবি তুমূল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হতবাক হয়ে গিয়েছে নেটিজেনরা।

Anurager Chhowa, Anurager Chhowa Deepa as Police

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই পোস্টে দীপাকে পুলিশের বেশে দেখা গিয়েছে। খাকি উর্দি পরে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। দীপার এই ভোলবদলের ছবি দেখে কৌতুহল বাড়ছে দর্শকমহলে। তাহলে কি মিশকার ষড়যন্ত্র ভেদ করে সূর্যকে বাঁচাতে পুলিশের চাকরি নেবে দীপা? আপাতত এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। উত্তর কবে মেলে সেটাই এবার দেখার।