• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাতারাতি ভোলবদল, ইউনিফর্ম ছেড়ে শাড়িতে মোহময়ী জ্যাস সান্যাল! রূপ দেখেই ঘায়েল নেটপাড়া

Published on:

Jagaddhatri actress Ankita Mallick looks gorgeous in off white saree

Jagadhatri Ankita Mallick Saree Look : প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে জোর টক্কর চলে ‘জগদ্ধাত্রী’র (Jagaddhatri)। প্রথম দুই স্থানে এই দুই ধারাবাহিকের স্থান একেবারে বাঁধাধরা। ডেবিউ সিরিয়ালেই অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) যে পরিমাণ সাফল্য পেয়েছে তা সত্যিই প্রশংসনীয়। জি বাংলার (Zee Bangla) টপার সিরিয়ালে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। দর্শকদের কাছে তাঁর পরিচিতি এখন জগদ্ধাত্রী কিংবা জ্যাস নামেই বেশি।

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের (Bengali Serial) নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকে অঙ্কিতার চরিত্রটির দু’টি শেড রয়েছে। সে যেমন একদিকে ‘দাবাং’ অফিসার, তেমনই বাড়ি বউও। জ্যাস এবং জগদ্ধাত্রী দুই রূপেই দর্শকমনে ছাপ ফেলেছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া (Social Media) প্রোফাইলে উঁকি দিলেই সেকথা বেশ বুঝে নেওয়া যায়। সময়ের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ‘জগদ্ধাত্রী’ নায়িকার ফলোয়ারের সংখ্যা।

Bengali serial Jagaddhatri actress Ankita Mallick shares new bride look on her Instagram

কাজের ব্যস্ততার মাঝেও অঙ্কিতা সমাজমাধ্যমে বেশ অ্যাক্টিভ থাকেন। মাঝেমধ্যেই নিজের নানান ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি যেমন একটি ফটোশ্যুটের বেশ কিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন পর্দার জ্যাস সান্যাল। যা কিনা ঝড় তুলেছে নেটপাড়ায়।

আরও পড়ুনঃ রাগ অভিমান মিটিয়ে অবশেষে ফুলশয্যা! রোহিতের গালে চুমু দিয়েই …, ফাঁস ‘ফুলকি’র স্পেশাল পর্ব

Ankita Mallick Jagaddhatri, Ankita Mallick, Ankita Mallick in off white saree

অঙ্কিতার শেয়ার করা পোস্টে অফ হোয়াইট রঙের একটি শাড়িতে (Saree) তাঁকে দেখা যাচ্ছে। ম্যাচিং ডিপ নেক ব্লাউজ, খোলা চুল আর কানে বড় ঝুমকো- সব মিলিয়ে, একেবারে মোহময়ী লুকে হাজির হয়েছেন তিনি। আর তাঁর এই লুকেই মজেছেন নেটিজেনরা। ‘দাবাং’ অফিসার জ্যাস সান্যালকে একেবারে ভিন্ন লুকে দেখে চোখ আটকে গিয়েছে অনেকের।

আরও পড়ুনঃ সেরা ডাক্তার হওয়ার মঞ্চেই ফাঁস সোনা-রূপার জন্মপরিচয়! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র সুপার ধামাকা পর্ব


অঙ্কিতার এই মোহময়ী শাড়ি লুক দেখে অনেক ভক্ত আবার তাঁকে প্রেম প্রস্তাবও দিয়েছেন। কেউ লিখেছেন, ‘উফ কী দারুণ লাগছে!’। কেউ আবার সরাসরি প্রোপোজ করে লিখেছেন, ‘আই লাভ ইউ অঙ্কিতা। কী ব্যাপক দেখতে লাগছে তোমায়’। সব মিলিয়ে অঙ্কিতার এই পোস্ট যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হিট তা তাঁর কমেন্ট বক্স দেখেই কিন্তু বেশ বোঝা যাচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥