• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর সহ্য নয়, গিনির বাড়ি গিয়ে রূপ-শালিনীর পর্দাফাঁস করল কাজের মেয়ে সুমিত্রা! ফাঁস ধুন্ধুমার পর্ব

Updated on:

Zee Bangla Bengali serial Icche Putul Sumitra told Roop and Shalini’s truth to Gini’s family

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি এখন একেবারে জমে উঠেছে। গত কয়েক মাসে এই সিরিয়ালের জনপ্রিয়তা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। একটা সময় কেবল ট্রোলড হতো মেঘ, ময়ূরী, নীলের মেগা। তবে এখন সেই সিরিয়ালই টিআরপি (TRP) তালিকায় খেল দেখাচ্ছে। এই ‘ইচ্ছে পুতুলে’ই এবার আসছে ধামাকেদার পর্ব।

জি বাংলার এই ধারাবাহিকটি যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, রূপকে (Roop) ভালোবেসে বিয়ে করে এখন হাত কামড়াচ্ছে গিনি (Gini)। শ্বশুরবাড়ি আসার পর থেকে স্বামীর অত্যাচার সহ্য করতে হচ্ছে তাকে। বৈবাহিক ধর্ষণ থেকে শুরু করে মারধর করা- দুশ্চরিত্র রূপ বাদ দেয়নি কিছুই। আর সেই কাজে তাকে সঙ্গ দিচ্ছে মা শালিনী। তবে এবার মা-ছেলের পর্দাফাঁস হতে চলেছে গাঙ্গুলী বাড়ির সামনে।

Iccheputul serial Rup's mother Shalini warns Gini

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, রাস্তায় মেঘের (Megh) সঙ্গে গিনিকে কথা বলতে দেখে নেয় রূপ। সেই জন্য শাস্তিস্বরূপ বাড়ি ফিরে গিনিকে বেল্ট দিয়ে মারতে শুরু করে সে। সেই সঙ্গেই নেশার ঘোরে ময়ূরীর (Mayuri) আসল চেহারাও গিনির সামনে ফাঁস করে দেয় রূপ।

আরও পড়ুনঃ অভিষেকের ছবি বুকে আগলে বাড়িতেই দুর্গাপুজো করলেন সংযুক্তা! ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসা নেটিজেনদের

মেঘকে চরিত্রের বদনাম দেওয়া থেকে শুরু করে তাদের বিয়ে দেওয়া- সবটাই যে ময়ূরীর চক্রান্ত ছিল তা গিনিকে বলে দেয় রূপ। একথা শুনে অবাক হয়ে যায় গিনি। সেই সঙ্গেই সে এবার গাঙ্গুলী বাড়িতে সবটা জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ ‘সন্তানদের কাছে হারাটাও আনন্দের’, কূটকচালি-পরকীয়া শেষ! প্রকাশ্যে স্টার জলসার ‘বাবা’ সিরিয়ালের প্রোমো

Icche Putul, Icche Putul Sumitra in Gini's house

কিন্তু শালিনীর তীক্ষ্ণ নজর এড়িয়ে গিনির পক্ষে নিজের বাড়িতে সবটা জানানো সম্ভব নয়। অপরদিকে গিনির এমন অসহায় অবস্থা আর দেখতে পারছিল না রূপের বাড়ির কাজের মেয়ে সুমিত্রা। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মেয়ের অসুস্থতার নাম করে গাঙ্গুলী বাড়িতে গিয়ে হাজির হয়েছে সে।

সেখানে গিয়ে গিনির অবস্থার কথা জানায় সুমিত্রা। শ্বশুরবাড়িতে গিনির ওপর কতখানি অত্যাচার হচ্ছে তা শুনে ভেঙে পড়ে তার মা। সেই সময় আবার মিনির সঙ্গে ফোনে কথা বলছিল মেঘ। সে-ও সবটা শুনে নেয়। গিনির দুরবস্থার কথা জানার পর মেঘ কী পদক্ষেপ নেয় সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥