• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিষেকের ছবি বুকে আগলে বাড়িতেই দুর্গাপুজো করলেন সংযুক্তা! ছবি প্রকাশ্যে আসতেই প্রশংসা নেটিজেনদের

Updated on:

Late actor Abhishek Chatterjee's wife Sangjukta Chatterjee arranged Durga Pujo at home

জলের মতো চলে যাচ্ছে বছর। দেখতে দেখতে একবছর পার, প্রয়াত হয়েছেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। তাঁর মুখ খানা ছিল একেবারে কার্তিক ঠাকুরের মতো। তাই অনেকেই তাঁকে বাংলা সিনেমার কার্তিক ঠাকুর বলতেন। বাস্তব জীবনে অভিনেতা নিজেও ছিলেন ঈশ্বর ভক্ত। অভিনেতার প্রয়াণের একবছর ঘুরতেই এবার বাড়িতেই সমস্ত নিয়ম মেনে দুর্গাপুজো (Durgapujo) করলেন তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় (Sanjukta Chatterjee)

বোধন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত দুর্গাপুজোর সমস্ত নিয়ম একা হাতে পালন করেছেন অভিষেক পত্নী।পুষ্পাঞ্জলি থেকে সন্ধিপুজো, কিংবা যজ্ঞ থেকে শুরু করে ধুনুচিনাচ পুজোর প্রতিটা মুহুর্তে সংযুক্তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন একমাত্র কন্যা সাইনা। মেয়েকে সাথে নিয়েই একা হাতেই পুজো থেকে শুরু করে সামলেছেন অতিথি আপ্যায়নও।

Tollywood actor Abhishek Chatterjee wife Sanjukta Chatterjee to play Sindoor Khela at Durga Puja

সোশ্যাল মিডিয়ায় বাড়ির দুর্গাপুজোর একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন সংযুক্তা। অভিষেক যেমন একচালা দুর্গাপ্রতিমা পছন্দ করতেন, ঠিক তেমন প্রতিমাই বাড়িতে এনেছেন সংযুক্তা। গত বছর পুজোর সময় শহর থেকে দূরে থাকতে মেয়েকে নিয়ে পুজোর ছুটিতে ঘুরতে গিয়েছিলেন সংযুক্তা। কিন্তু এবছর সিদ্ধান্ত পাল্টেছেন সংযুক্তা।

আরও পড়ুনঃ ‘সন্তানদের কাছে হারাটাও আনন্দের’, কূটকচালি-পরকীয়া শেষ! প্রকাশ্যে স্টার জলসার ‘বাবা’ সিরিয়ালের প্রোমো

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিষেক পত্নী জানিয়েছেন একজন এসে তাঁকে পুজো করার কথা বলেছেন। যা শুনে তাঁর মনে হয় এটা বোধহয় বিশেষ ইঙ্গিত। সংযুক্তার কথায়, ‘আমায় অভি সবসময় বলতো আমি আছি তোমার সঙ্গে। তুমি বুঝতে পারবে। সেদিন যখন ওই লোকটা এসে পুজোর কথা বলল আমি ইঙ্গিত পেলাম। তখনই ঠিক করি আবার পুজো করব।’

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে দশমীর শুভেচ্ছা পর্দার ‘বাবুউউ’ রুবেলের, ছবি ভাইরাল হতেই চিন্তায় ভক্তরা

তিনি আরও বলেন, ‘অভি তো প্রায় রোজ আমার স্বপ্নে আসে। ও আছে। ওই তো আমায় বলেজ তুমি কী করছ? আমি চাইছি বলেই তুমি করছ।’ মেয়ের প্রসঙ্গে সংযুক্তা বলেছেন, ‘ওই আমার শক্তি। অভিষেকের একটা ম্যাসিভ এনার্জি ওর মধ্যে আছে। ওর বয়স মাত্র ১৩ হলেও সমস্ত বিষয় আমার এত সুন্দর ম্যাচিওর ভাবে গাইড করে যে কী বলব।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥