• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সন্তানদের কাছে হারাটাও আনন্দের’, কূটকচালি-পরকীয়া শেষ! প্রকাশ্যে স্টার জলসার ‘বাবা’ সিরিয়ালের প্রোমো

Updated on:

Star Jlasha Upcoming Serial Baba First Promo Video Released

এখনকার দিনে বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই  নারী কেন্দ্রিক বিষয়বস্তু। সেই সাথে বেশিরভাগ বাংলা সিরিয়াল গুলিতেই ইদানিং দেখা যায় সাংসারিক কূটকচালি কিংবা শ্বাশুড়ি বৌমার পারিবারিক অশান্তির মতো একঘেয়ে বস্তাপচা কনসেপ্ট। তবে এবার বদল আসতে চলেছে মেগা সিরিয়ালের গল্পে। ইতিমধ্যেই হয়েছে নতুন ধারাবাহিক ‘বাবা’ এর প্রোমো ভিডিও।

তাই বাংলা সিরিয়ালের দর্শকদের স্বাদ বদলের জন্যই এখন বেশিরভাগ ধারাবাহিককে আনা হচ্ছে ভিন্ন স্বাদের গল্প। তাই দিনের পর দিন ইলাস্টিকের মতো সিরিয়ালের গল্প টেনে টেনে লম্বা না করে নির্দিষ্ট সময়েই তা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটাই এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড। এই ট্রেন্ডে গা ভাসিয়ে সদ্য স্টার জলসার (Star Jalsha) পর্দায় এসেছে এক ঝাঁক নতুন বাংলা সিরিয়াল।

New serial Baba promo goes viral on social media

তালিকায় রয়েছে লাভ বিয়ে আজকাল, তোমাদের রানী কিংবা জল থৈথৈ ভালোবাসার মতো ভিন্ন স্বাদের সিরিয়ালগুলি। আর এই সিরিয়াল গুলিতে জোর দেওয়া হচ্ছে নতুন নায়ক নায়িকাদের ওপর । তাই দর্শকদের জন্য নির্মাতারা এখন নতুন মুখের সন্ধানে রয়েছেন। সেই সাথে এখনকার বেশিরভাগ নারী কেন্দ্রিক বাংলা সিরিয়াল গুলিতে জোর দেওয়া হচ্ছে একাধিক বাস্তবসম্মত বিষয়ের ওপর।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে দশমীর শুভেচ্ছা পর্দার ‘বাবুউউ’ রুবেলের, ছবি ভাইরাল হতেই চিন্তায় ভক্তরা

তবে দিনের শেষে সব সিরিয়ালই এখন ব্যবসা। তাই সব কিছুর ঊর্ধ্বে এখন শেষ কথা বলে টিআরপি । তাই স্কোর কমলেই অসময়ে বন্ধ হয়ে যাচ্ছে যে কোন বাংলা সিরিয়াল। কিংবা বদলে যাচ্ছে সম্প্রচারের সময়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি প্রোমো ভিডিওর ঝলক।

আরও পড়ুনঃ রচনার সাথে এক ফ্রেমে মদন মিত্র! ‘দিদি নম্বর ১’র কানে কানে কী বলছেন ‘কালারফুল বয়’?

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,বাবা,Baba,প্রোমো,Promo,ভাইরাল,Viral,সোশ্যাল মিডিয়া,Social Media

সেখানে দেখা যাচ্ছে মেয়ে ডাক্তারি পাশ করে ফটোগ্রাফি করতে চাইছে। কিন্তু তা শুনে রেগে গিয়ে বাবা জানায় এই ঘরে এসব চলবে না । তখন মেয়েও জেদের বশে ঘর ছেড়ে চলে যায়। কিন্তু ঘর ছাড়লেও ফটোগ্রাফির নেশা ছাড়তে পারেনি সে। পেশার ডাক্তার ওই মেয়েটি ডাক্তারির পাশাপাশি ফটোগ্রাফির জন্য জায়গা করে নিয়েছে সংবাদ শিরোনামে।

তবে পরে নিজের ভুল বুঝতে পেরে বাবা মেয়ের কাছে ক্ষমা চাইতে আসে হাসপাতালে। তখন অনেক দিন পর বাবা মেয়ে বাবা মেয়ে কাছাকাছি আসতেই তৈরি হয় এক সুন্দর আবেগ প্রবণ মুহুর্ত। তবে সত্যিই কি স্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল বাবা? আসলে তা নয় এটি আদতে বাংলাদেশের একটি বিজ্ঞাপন। যা এডিট করে বসানো হয়েছে স্টার জলসার লোগো ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥