• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সন্ধ্যাতারা’র গল্প চুরি করেছে মিতুলের সিরিয়াল! ‘মিঠিঝোরা’র প্রোমো দেখেই ‘টুকলি’র অভিযোগ দর্শকদের

Published on:

Zee Bangla,Bengali serial,Mithijhora,Sandhyatara,Serial,Television,TV serial,Bengali television,Bangla television,জি বাংলা,বাংলা সিরিয়াল,মিঠিঝোরা,সন্ধ্যাতারা,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,বাংলা টেলিভিশন,Mithijhora Sandhyatara,মিঠিঝোরা সন্ধ্যাতারা

জি বাংলার (Zee Bangla) পর্দায় এখন নতুন সিরিয়াল (Bengali Serial) শুরুর হিড়িক পড়েছে। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে ভৌতিক কাহিনী নির্ভর ‘আলোর কোলে’র প্রোমো। এরপরেই ফের একটি নতুন ধারাবাহিকের কথা ঘোষণা করলো চ্যানেল কর্তৃপক্ষ। আসন্ন এই মেগার নাম ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ‘খেলনা বাড়ি’ শেষের পর এই সিরিয়ালে মিতুলকে দেখতে পাবেন দর্শকরা।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘মিঠিঝোরা’র প্রোমো। আরাত্রিকা (Aratrika Maity) ছাড়াও এই ধারাবাহিকে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবদৃতা বসুকে। সঙ্গে থাকবেন স্বপ্নীলা চক্রবর্তী। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘রঞ্জা’ নামেই বেশি। বোনেদের মধ্যেকার ভালোবাসার কাহিনী নিয়ে শুরু হতে চলেছে জি বাংলার আসন্ন এই সিরিয়াল।

Mithijhora serial

‘মিঠিঝোরা’র প্রোমোয় দেখা গিয়েছে, বাড়ির বড় মেয়ে রাইয়ের (আরাত্রিকা) বিয়ে ঠিক হয়েছে। কিন্তু বিয়ের আগে আচমকাই অসুস্থ হয়ে পড়ে রাইয়ের বাবা। জানা যায়, তার হাতে বেশিদিন সময় নেই। সংসারের হাল ধরতে নিজের বিয়ে ভেঙে হবু স্বামীর সঙ্গে বোনের বিয়ে দিতে চায় রাই। সিরিয়ালের প্রোমো দেখেই বোঝা গিয়েছে, বড় বোনের আত্মত্যাগের কাহিনী বেশ গুরুত্ব পাবে এখানে। পাশাপাশি ফুটে উঠবে বোনেদের মধ্যেকার ভালোবাসার কাহিনী।

আরও পড়ুনঃ আমিই ধ্বংস করেছি মেঘ-নীলের সংসার, নিজের কর্মে অনুতপ্ত গিনি! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Sandhyatara and Mithijhora

আরও পড়ুনঃ নাতির মোহে অন্ধ, দীপাকে তাড়িয়ে সূর্য-মিশকার বিয়ে দেবে লাবণ্য! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

‘মিঠিঝোরা’র এই প্রোমো দেখে দর্শকদের বেশ ভালোলাগলেও অনেকে আবার ‘টুকলি’র অভিযোগ এনেছে আরাত্রিকার সিরিয়ালের বিরুদ্ধে। তাঁদের দাবি, স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’র (Sandhyatara) গল্প চুরি করেছে এই ধারাবাহিক! সেখানে দেখানো হচ্ছে, দিদির সন্ধ্যার জন্য নিজের ভালোবাসার মানুষকে ত্যাগ দিয়েছে ছোট বোন তারা। ‘মিঠিঝোরা’র প্লটের সঙ্গে অনেকে মিল খুঁজে পেয়েছে জলসার সিরিয়ালের।

অবশ্য শুধু এই একটি সিরিয়াল নয়, জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘আলোর কোলে’র বিরুদ্ধেও এই অভিযোগ তুলেছেন দর্শকদের একাংশ। তাঁদের দাবি, ‘তুমি আশেপাশে থাকলে’র দেখাদেখি করে ভৌতিক কাহিনী নির্ভর এই সিরিয়াল শুরু করছে জি বাংলা। অনেকে আবার দুই গল্পের ট্র্যাকেও মিল খুঁজে পেয়েছেন। দুই ধারাবাহিকেই দেখানো হচ্ছে, মৃত্যুর পরেও নায়কের কাছাকাছি থাকছে নায়িকা। আর তা দেখেই ‘টুকলি’র অভিযোগ আনা হচ্ছে জি বাংলার বিরুদ্ধে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥