• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজ মিলছে না বড়পর্দায়! ছোটপর্দায় আদর্শ শাশুড়ি হয়ে কামব্যাক করছেন চুমকি চৌধুরী

টলিউডের (Tollywood) স্বর্ণযুগের অভিনেত্রীদের মধ্যে একজন চুমকি চৌধুরী (Chumki Chowdhury)। নব্বইয়ের দশকে যেকটি সিনেমা (90’s Cinema) রিলিজ করেছিল প্রায় সবই হাউসফুল হয়েছে দিনের পর দিন। তবে চুমকি চৌধুরী ও তাঁর বোন রিনা চৌধুরী দুজনকেই মূলত দেখা যেত বাবা অঞ্জন চৌধুরী পরিচালিত ছবিতে। অন্য কোনো পরিচালকের ছবিতে দেখা যেন অভিনেত্রীকে। 

নব্বইয়ের দশকে রিলিজ হওয়া ছবির মধ্যে, ‘মেজো বউ’,’হীরক জয়ন্তী’, ‘গীত সংগীত’ এর মত ছবি আজও দর্শকদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। দর্শকদের সকলেই চেয়েছিলেন তাঁকে আরও ছবিতে নতুন সমস্ত চরিত্রে দেখতে। কিন্তু বাবা অঞ্জন চৌধুরী প্রয়াত হওয়ার পর তাকে আর পর্দায় দেখা যায়নি। 

   

Chumki Chowdhury Rina Chowdhury

বড়পর্দায় কামব্যাক না করলেও ছোটপর্দার কিছু বাংলা ধারাবাহিকে অবশ্য দেখা গিয়েছিল চুমকি চৌধুরীকে। ষ্টার জলসার ‘আলতা ফড়িং’ নামক সিরিয়ালেও দেখা গিয়েছিল তাকে নায়ক অর্জুনের মায়ের চরিত্রে। এবার আবারও নতুন ধারাবাহিকে ছোটপর্দায় ফিরছেন চুমকি চৌধুরী। 

আরও পড়ুনঃ আমিই ধ্বংস করেছি মেঘ-নীলের সংসার, নিজের কর্মে অনুতপ্ত গিনি! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Sun Bangla New Serial Dwitiyo Basanta

আরও পড়ুনঃ নাতির মোহে অন্ধ, দীপাকে তাড়িয়ে সূর্য-মিশকার বিয়ে দেবে লাবণ্য! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক ‘দ্বিতীয় বসন্ত’ এর প্রোমো ভিডিও। যেখানে চিরাচরিত দজ্জাল শাশুড়ির একেবারে বিপরীত অর্থাৎ আদর্শ শাশুড়ি রূপে দেখা যাবে চুমকি চৌধুরীকে। প্রোমোতে দেখা যাচ্ছে মোবাইলে ছবি দেখে পাত্র পছন্দ করছেন তিনি। তবে নিজের ছোট বা বড় মেয়ের জন্য নয় বরং পাত্র খুঁজছেন নিজের বৌমার জন্য। 

Chumki Chowdhury Upcoming Serial Dwitiyo Basanta

কি অবাক হলেন? শাশুড়ি কেন বৌমার জন্য পাত্র খুঁজছে? যেমনটা জানা যাচ্ছে সিরিয়ালে দ্বিতীয় বিয়ে করেছে চুমকি চৌধুরীর ছেলে। তাই ছেলে যদি পারে বৌমা কেন একা থাকবে, তাকে বিয়ে দিয়ে সুখী করতে চান শাশুড়ি। ইতিমধ্যেই প্রোমোটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে। এখন অপেক্ষা সিরিয়ালটি দর্শকদের কতটা মনে ধরে সেটাই দেখার। 

প্রসঙ্গত, সান বাংলার পর্দায় দেখা যাবে ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকটি। যেখানে আদর্শ শাশুড়ির ভূমিকায় থাকবেন চুমকি চৌধুরী। আর বৌমার চরিত্রে থাকছেন ‘গঙ্গারাম’ সিরিয়ালের ‘টায়রা’ অভিনেত্রী সোহিনী গুহরায়। এছাড়াও নায়কের চরিত্রে দেখা যাবে ষ্টার জলসার ‘পঞ্চমী’ সিরিয়ালের নায়ক রাজদীপ গুপ্ত।