• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গিনিকে বাঁচাতে গিয়ে রূপের জন্য মৃত্যুর মুখে মেঘ! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র তুলকালাম পর্বের ভিডিও

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Rup tries to kill Megh with knife

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকে (Bengali Serial) এখন রোজ টানটান উত্তেজনার পর্ব চলছে। একদিকে চরমে উঠেছে রূপের অত্যাচার, অন্যদিকে গিনিকে বাঁচাতে এসে মহাবিপদে পড়েছে মেঘ। সব মিলিয়ে, রোজ নিত্যনতুন চমক দিচ্ছেন ‘ইচ্ছে পুতুল’ নির্মাতারা। আর সেটাই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দর্শকরা।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, মেঘের (Megh) সঙ্গে কথা বলার অপরাধে হাত-মুখ বেঁধে গিনিকে ফেলে রেখেছে রূপ। অন্যদিকে মেঘ বুঝতে পেরেছে গিনি (Gini) ভালো নেই। ননদের শরীরে আঘাতের চিহ্ন থেকে শুরু করে বন্ধুকে পাঠিয়েও গিনির কোনও খোঁজ না পাওয়ার পর বেশ চিন্তিত হয়ে পড়ে সে। মেঘ বুঝে যায়, রূপের (Rup) বাড়িতে চরম অত্যাচারের শিকার হচ্ছে গিনি।

Icche Putul Rup Ties up Gini in Room Shalili got scared

এই পরিস্থিতিতে জিষ্ণুর পরামর্শ অনুযায়ী প্রথমে নীলকে সম্পূর্ণ ঘটনা জানায় মেঘ। এরপর গিনিকে উদ্ধার করতে একাই রূপের বাড়ি চলে যায় সে। আর সেখানে গিয়েই মহাবিপদে পড়ে মেঘ। ছুরি হাতে রীতিমতো তার দিকে তেড়ে আসে রূপ।

আরও পড়ুনঃ সূর্য অতীত, স্বয়ম্ভুর সাথে জুটি বাঁধছে দীপা! নতুন সিরিয়াল? ছবি ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া

ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, ননদকে রক্ষা করতে সোজা রূপদের বাড়ি গিয়ে হাজির হয়েছে মেঘ। শালিনী বারণ করা সত্ত্বেও সে বাড়ির সর্বত্র গিনিকে খুঁজতে শুরু করে। তখনই সেখানে চলে আসে রূপ। মেঘকে বাড়িতে দেখে ভীষণ রেগে যায় সে। এরপর তাকে আটকাতে ছুরি নিয়ে চড়াও হয়।

আরও পড়ুনঃ মিশকাকে জব্দ করতে হাজির নকল মিশকা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মাথা ঘোরানো পর্ব

Icche Putul Rup threatens Megh with Knife

মেঘকে হুমকির সুরে রূপ বলে, তাহলে কি বলো এখানেই তোমাকে শেষ করে দিই? সেকথা শুনে মেঘ এর ফলাফল কেমন হবে তা বোঝানোর চেষ্টা করে। যদিও সেকথায় কর্ণপাত করে না রূপ। তখনই নিজের হাত-মুখের বাঁধন খুলে মেঘকে ডাকতে থাকে গিনি।

এরপর মেঘ গিয়ে গিনিকে উদ্ধার করে। তবে ফের সেখানে ছুরি হাতে মেঘের ওপর হামলা করতে যায় রূপ। ঠিক সময়ে নীল এসে স্ত্রীকে বাঁচায়। এরপর পুলিশ নিয়ে রূপের বাড়ি আসে জিষ্ণু সহ গাঙ্গুলী পরিবারের সদস্যরা। গ্রেফতারের সময়েও রূপ ‘পরিণতি ভালো না হওয়ার’ হুমকি দিতে থাকে। এরপর কোন দিকে মোড় নেয় ধারাবাহিকের কাহিনী সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥