• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকাকে জব্দ করতে হাজির নকল মিশকা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মাথা ঘোরানো পর্ব

Published on:

Anurager Chhowa New Mishka entered in Sengupta House viewers schoked

সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপারের শিরোপা আদায় করছে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। আর হবে নাই কেন! সিরিয়ালের (Bengali Serial) প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। একদিকে ফের দূরত্ব তৈরি হচ্ছে সূর্য-দীপার মধ্যে। অন্যদিকে গর্ভের সন্তানকে হাতিয়ার করে সেনগুপ্ত বাড়িতে ঢোকার ফন্দি আঁটছে মিশকা। এসবের মাঝেই সিরিয়ালে এন্ট্রি নিল নকল মিশকা!

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সম্প্রতি দীপা (Deepa) জানিয়েছে সে মিশকাকে জেল থেকে ছাড়িয়ে আনতে চায়। বাড়ির লোকের হাজার বারণ সত্ত্বেও সে নিজের সিদ্ধান্তে অনড় থাকে। প্রথমে রাজি না থাকলেও পরে স্ত্রীয়ের সিদ্ধান্তে সম্মতি জানায় সূর্যও (Surjya)। মা-বাবার এই কাণ্ড দেখে বেজায় রেগে যায় ছোট্ট সোনা-রূপা। ‘পচা আন্টি’ ফিরে আসবে জেনে ভয় পেতে থাকে তাঁরা।

Anurager Chhowa Joy as Mishka

তখনই সেনগুপ্ত বাড়িতে হাজির হয় নকল মিশকা (Mishka)। পরনে লাল শাড়ি, খোলা চুল আর ঠোঁটে লাল লিপস্টিক- হুবহু মিশকার সাজে সোনা-রূপার সামনে হাজির হয় এক ব্যক্তি। যদিও শুধু নকল মিশকা নয়, হাজির হয় নকল সূর্য এবং দীপাও। আসলে সোনা-রূপার মন থেকে ‘পচা আন্টি’র ভয় দূর করতেই এই বেশ ধারণ করে জয় (Joy), ঊর্মি এবং পালক। রীতিমতো নাটক করে ভাইঝিদের সামলায় তারা।

আরও পড়ুনঃ এক হবে মেঘ-নীল! গিনি সত্যি জানাতেই ময়ূরীকে চড় মীনাক্ষীর, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

Anurager Chhowa Joy Urmi as Mishka and Surjya

আরও পড়ুনঃ লক্ষী পুজোর পরেই লালবাতি, এবার সত্যিই শেষ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল, নিজেই জানালেন নায়িকা

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নকল সূর্য, দীপা এবং মিশকার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে মিশকা রূপী জয়কে নিয়ে। লাল শাড়ি, লাল লিপস্টিকে একেবারে যেন লাস্যময়ী নারী হয়ে উঠেছে সূর্যর ভাই। কেউ কেউ বলছে, অনায়াসে আসল মিশকাকেও টেক্কা দিয়ে দেবে এই নকল মিশকা।

পর্দার জয় তথা অভিনেতা প্রারব্ধী সিংও নিজের নারীবেশের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘মিশকা ইজ অন ফায়ার। আজকের এপিসোড দেখতে ভুলবেন না। দারুণ বিনোদন পাবেন’। নেটমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে প্রারব্ধীর এই পোস্ট। অনেকে তো আবার তাঁর সঙ্গে ‘সন্ধ্যাতারা’র বিজয়া মাঠানের তুলনাও করেছেন। সব মিলিয়ে, মিশকা রূপে জয় যে বিরাট ধামাকা করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥