• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য অতীত, স্বয়ম্ভুর সাথে জুটি বাঁধছে দীপা! নতুন সিরিয়াল? ছবি ফাঁস হতেই তোলপাড় নেটপাড়া

Published on:

Anurager Chhowa Deepa actress Swastika Ghosh paired up with Jagaddhatri Swayambhu actor Soumyadeep Mukherjee

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দু’টি জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এবং ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। প্রত্যেক সপ্তাহে বেঙ্গল টপার হওয়ার জন্য জোর লড়াই চলে দুই মেগার মধ্যে। একদিকে রয়েছে সূর্য-দীপার রসায়ন, অন্যদিকে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর দুষ্টুমিষ্টি প্রেম। দুই ধারাবাহিকের সাফল্যের পিছনে নায়ক-নায়িকার তুখোড় কেমিস্ট্রি যে অনেকখানি ভূমিকা পালন করে তা আর আলাদা করে বলে দিতে হয় না।

অতীতে বহুবার গুঞ্জন শোনা গিয়েছে, পর্দার মতো বাস্তবেও প্রেম করছেন ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রী’ তারকারা। যদিও পর্দার সূর্য-দীপা (Deepa) এবং জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ (Swayambhu) একে অপরকে ‘ভালো বন্ধু’ই বলেছেন। তবে রিয়েল লাইফে যাই হোক না কেন এই দুই জুটির অনস্ক্রিন রসায়ন যে দারুণ তা স্বীকার করতেই হয়। কিন্তু এবার সেই সূর্য-দীপা এবং জ্যাস-স্বয়ম্ভূর জুটিতেই ধরলো ভাঙন! নিজেদের সঙ্গীকে ছেড়ে জুটি বেঁধে ক্যামেরার সামনে হাজির হলেন স্বয়ম্ভূ এবং দীপা।

Soumyadeep Mukherjee and Swastika Ghosh, Swayambhu and Deepa

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’য় মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। অপরদিকে জি বাংলার ‘জগদ্ধাত্রী’তে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়কে (Soumyadeep Mukherjee)। পর্দায় তাঁদের একসঙ্গে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছেন দর্শকরা। কিন্তু এবার সূর্য-জ্যাসকে ছেড়ে জুটি বাঁধলেন পর্দার দীপা এবং স্বয়ম্ভূ।

আরও পড়ুনঃ মিশকাকে জব্দ করতে হাজির নকল মিশকা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র মাথা ঘোরানো পর্ব

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সৌম্যদীপ এবং স্বস্তিকার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতার পরনে রয়েছে সাদা রঙের একটি পাজামা-পাঞ্জাবি। সৌম্যদীপের পাঞ্জাবির হাতার কাছে রঙ-বেরঙের কাপড় দিয়ে কাজ করা রয়েছে। অপরদিকে সেই একই রঙ-বেরঙের কাপড় রয়েছে স্বস্তিকার পরনেও।

আরও পড়ুনঃ ‘নারী মানেই অবলা’ মোটেই নয়! সমাজের ধারণা বদলে দিয়েছে ধারাবাহিকের এই ৫ নায়িকারা

Soumyadeep Mukherjee and Swastika Ghosh, Swayambhu and Deepa

‘অনুরাগের ছোঁয়া’ নায়িকা এবং ‘জগদ্ধাত্রী’ নায়ককে একফ্রেমে দেখে চর্চা শুরু হয়ে যায় নেটপাড়ায়। তাহলে কি সৌম্যদীপ-স্বস্তিকার কোনও নতুন প্রোজেক্ট আসছে? অনেকের মনে উঁকি দেয় সেই প্রশ্নও। কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আসল সত্যিটা।

সৌম্যদীপ-স্বস্তিকার যে ছবি ভাইরাল হয়েছে তা আসলে একটি ফটোশ্যুটের। পুজোর সময়কার এই ছবি এখন ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তবে যাই হোক না কেন, তাঁদের ছবি দেখে অনেকেই একথা মেনে নিয়েছেন যে দীপা-স্বয়ম্ভূকে একসঙ্গে বেশ ভালোলাগে। আগামী দিনে যদি এই দুই তারকা জুটি বাঁধেন তাহলে কিন্তু ভালো মানাবে বলে মত তাঁদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥