• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘোমটা কালীকে জড়িয়ে ধরে হাউহাউ করে কান্না! ‘গৌরী এলো’র অন্তিম দিনের শ্যুটিংয়ে ভেঙে পড়লেন মোহনা

চলতি বছর জি বাংলার (Zee Bangla) একাধিক জনপ্রিয় সিরিয়ালের (Bengali Serial) সফর শেষ হয়েছে। বছর শেষের আগে সেই তালিকায় জুড়তে চলেছে ‘গৌরী এলো’র (Gouri Elo) নাম। কয়েকদিনের মধ্যেই পথচলা শেষ হবে ভক্তিমূলক এই সিরিয়ালের। সদ্য সম্পন্ন হয়েছে ঈশান-গৌরীর ধারাবাহিকের অন্তিম পর্বের শ্যুটিং।

এখন যেখানে শুরু হওয়ার দু-তিন মাসের মধ্যে বহু সিরিয়াল শেষ হয়ে যায়, সেখানে ঘোমটা কালীর (Ghomta Kali) আশীর্বাদে প্রায় দু’বছর চলেছে ‘গৌরী এলো’। এই সিরিয়ালের নায়ক-নায়িকা ঈশান (Ishan) গৌরী (Gouri) ছিলেন হর পার্বতীর অংশ। সেই জন্য প্রায়শয়ই তাদের কেন্দ্র করে ঘটতো নানান অলৌকিক ঘটনা। ঈশান-গৌরীর পাশাপাশি এই ধারাবাহিকের শৈল মা চরিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে।

   

Gouri Elo serial Gouri and Shoilo Maa

চিরকাল নিজেকে দেবীর অংশ ভাবতেন শৈল মা। আর সেই ভাবনা থেকে একের পর এক অন্যায় করে এসেছেন তিনি। তবে সিরিয়াল শেষের আগে শৈল মায়ের চরিত্রটিও ভালো হয়ে গিয়েছে। এভাবেই সুখী ঘোষাল পরিবারের চিত্র দেখিয়ে শেষ হতে চলেছে ‘গৌরী এলো’র পথচলা।

আরও পড়ুনঃ ‘সন্ধ্যাতারা’র গল্প চুরি করেছে মিতুলের সিরিয়াল! ‘মিঠিঝোরা’র প্রোমো দেখেই ‘টুকলি’র অভিযোগ দর্শকদের

সম্প্রতি সম্পন্ন হয়েছে ধারাবাহিকের অন্তিম পর্বের শ্যুটিং। প্রায় দু’বছরের জার্নি শেষে চোখের জলে ভাসতে দেখা গেল গোটা টিমকে। ঘোমটা কালীকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে দেখা যায় ধারাবাহিকের নায়িক গৌরী ওরফে মোহনা মাইতিকে (Mohana Maiti)

আরও পড়ুনঃ চোখের সামনে অত্যাচারিত হয়েছে মা! অভিনয়ে আসার আগের সংগ্রাম নিয়ে অকপট ‘খেলনা বাড়ি’ অভিনেত্রী

Gouri Elo serial last day shooting

সহ অভিনেত্রীকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করেন ঈশান অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswarup Bandyopadhyay)। শ্যুটিংয়ের শেষ দিনে চোখের জল বাঁধ মানেনি ছোট্ট তারারও। ঈশান-গৌরীর অনস্ক্রিন মেয়ে ঋষিতা (Rishita Nandy) সহ ধারাবাহিকের খুদে শিল্পীদেরও কাঁদতে দেখা যায়।

প্রসঙ্গত, বিকেলের স্লটে ‘তোমাদের রানী’র প্রতিপক্ষ হিসেবে চলছিল ‘গৌরী এলো’। দুর্জয়-রানীর আদ্যোপান্ত লাভ স্টোরির সামনে টিকতে পারেনি ভক্তিমূলক এই মেগা। এরপর ‘ইচ্ছে পুতুল’কে সন্ধ্যা ৬টার স্লটে এনে ‘গৌরী এলো’কে রাত ১০টায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানেও তেমন কামাল না দেখাতে পারায় এবার বন্ধ হয়ে যাচ্ছে ঈশান-গৌরীর ধারাবাহিক।