• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভয়টাই সত্যি হল, জামিন পেয়ে ময়ূরীর সাথে মেঘ-গিনির সর্বনাশের করবে রূপ! ফাঁস তুলকালাম আগাম পর্ব

Published on:

Icche Putul Rup Gets Bail in court threats Megh Gini

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি এখন দারুণ জমজমাট হচ্ছে। সিরিয়ালের প্রত্যেকটি পর্বে এখন নিত্যনতুন চমক দিচ্ছেন নির্মাতারা। আর তাতেই পাল্টে যাচ্ছে গল্পের মোড়। টানটান উত্তেজনার কাহিনী দেখিয়ে প্রত্যেক সপ্তাহে টিআরপি (TRP) তালিকাতেও বাজিমাত করছে মেঘ-নীলের সিরিয়াল (Bengali Serial)

‘ইচ্ছে পুতুল’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই গাঙ্গুলী বাড়ির সকলের সামনে রূপ (Rup) এবং ময়ূরীর (Mayuri) মুখোশ খুলে গিয়েছে। গিনিকে উদ্ধার করে এনে সবার কাছে এখন ভালো হয়ে গিয়েছে মেঘ (Megh)। নীলের মা মীনাক্ষী পর্যন্ত চাইছে ফের নতুন করে সংসার পাতুক মেঘ এবং নীল। যদিও এবার আর শ্বশুরবাড়ি ফিরতে চায় না মেঘ।

Zee Bangla Icche Putul Neem disagree to appear in court for Mutual Divorce with Megh

তবে নীলের (Neel) সঙ্গে সংসার না পাতলেও গিনির (Gini) পাশে রয়েছে তার বৌদি। রূপের বিরুদ্ধে লড়াই করতে ননদে সর্বদা সাহস জুগিয়ে যাচ্ছে মেঘ। ইতিমধ্যেই আদালতে মুখোমুখি হয়েছে মেঘ-গিনি এবং রূপ-শালিনী (Shalini)। প্রথমে ভয় পেলেও পরে চোখে চোখ রেখে রূপ-শালিনীর মোকাবিলা করে গিনি। এসবের মাঝেই গল্পে আসছে বিরাট টুইস্ট।

আরও পড়ুনঃ বংশধর পেতেই পাল্টি, দীপার সামনেই সূর্যর ছেলেকে নিয়ে ফিরল লাবণ্য! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Icche Putul Today Episode Rup Gets Bail :

ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, উপযুক্ত তথ্য প্রমাণ এবং পুলিশের গাফিলতির কারণে জামিন পেয়ে গিয়েছে রূপ। আর সে জামিন পাওয়া মানেই খাঁচা থেকে বাঘ বেরিয়ে যাওয়া। জেল থেকে ছাড়া পেয়েই রূপ যে মেঘ-গিনির জীবনে ঝড় তোলার চেষ্টা করবে তা জানা কথা।

আরও পড়ুনঃ তারকা হয়েও অতিসাধারণ, খালি পায়ে পাড়ার পুজোয় অরিজিৎ, ভিডিও ভাইরাল হতেই ভালোবাসায় মুড়লো নেটপাড়া

Icche Putul Rup and Shalini

মেঘ-গিনি দু’জনেই এখন রূপের চরম শত্রু। তাদের জন্যই জেল খাটতে হয়েছে রূপকে। এখন থেকেই মেঘ-গিনিকে সে নানান রকম হুমকি দেওয়া শুরু করে দিয়েছে। জামিন পাওয়ার পর রূপ যে ফের নিজের দাঁত-নখ বের করবে তা একপ্রকার নিশ্চিত।

দর্শকদের অনুমান, রূপ ছাড়া পাওয়ার পর ফের তার সঙ্গে হাত মেলাবে ময়ূরী। আবারো মেঘের জীবনে ঝড় তুলবে দু’জনে। রেহাই পাবে না গিনিও। এবার দেখা যাক, দর্শকদের অনুমান মতো রূপ-ময়ূরী হাত মেলায় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥