• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বংশধর পেতেই পাল্টি, দীপার সামনেই সূর্যর ছেলেকে নিয়ে ফিরল লাবণ্য! টিভির আগেই ফাঁস আজকের পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya brings Mishka and her son to Sengupta house

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি (Bengali Serial) দেখে রীতিমতো রাগে ফুঁসছে দর্শকরা। বহু বছরের ভুল বোঝাবুঝি শেষে সদ্য মিল হয়েছিল সূর্য-দীপার। কিন্তু মিশকার প্রেগন্যান্সির ষড়যন্ত্রে সেটাও ভেস্তে গেল। সূর্য-দীপার (Surja-Deepa) ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে দেখে অবৈধভাবে সূর্যর স্পার্ম নিয়ে গর্ভবতী হয় মিশকা। আর এখন সেই সন্তানকে ব্যবহার করেই আস্তে আস্তে সেনগুপ্ত বাড়িতে পাকাপাকি জায়গা করে নিচ্ছে সে।

যারা নিয়মিত দর্শক তারা জানেন, সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে ছেলের জন্ম দিয়েছে মিশকা। যদিও নিজের দোষেই এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাকে। তবে মিশকার (Mishka) যেহেতু প্রিম্যাচিওর ডেলিভারি হয়েছে, সেই জন্য ডাক্তার সন্তান এবং তার মা-কে যত্নে রাখার কথা বলে। এসবের মাঝেই মিশকা নিজের বাবাকে ফোন করে বলে, যত তাড়াতাড়ি সম্ভব সেনগুপ্ত বাড়িতে চলে আসতে।

Anurager Chhowa Surjya Mishka and Labanya

অন্যদিকে সূর্য (Surjya) নিজের সন্তানের ভালোর জন্য তাকে এবং তার মা-কে নিজের বাড়ি নিয়ে আসে। লাবণ্যও ছেলের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করে। তবে মিশকা এবং তার সন্তানকে নিয়ে সূর্য আর লাবণ্য বাড়ির চৌকাঠে এসে দাঁড়াতেই ক্ষোভে ফেটে পড়ে প্রবীর।

আরও পড়ুনঃ সাইড রোল থেকে নায়িকা! ‘খেলনা বাড়ি’র পর নতুন রূপে কামব্যাক করছে ‘গুগলি’

সূর্যর কোলে মিশকার সন্তানকে দেখে ভেঙে যায় দীপার (Deepa) মন। তবুও নিজেকে শক্ত করে সেখানে দাঁড়িয়ে থাকে সে। কেউ তাদের বরণ করছে না দেখে এরপর সোনা নিজে বরণডালা সাজিয়ে নিয়ে আসে। বরণ শেষে মিশকা এবং সদ্যোজাতকে ঘরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ তারকা হয়েও অতিসাধারণ, খালি পায়ে পাড়ার পুজোয় অরিজিৎ, ভিডিও ভাইরাল হতেই ভালোবাসায় মুড়লো নেটপাড়া

Anurager Chhowa Deepa shocked

সেখানে সূর্য নিজের ছেলের প্রচুর যত্ন করতে থাকে। আর সেটা দেখে আনন্দে ভরে ওঠে মিশকার মন। মাঝখানে মিশকার ছেলে কেঁদে উঠলে সূর্য তাকে কোলে নিলেই সে চুপ করে যায়। তা দেখে মিশকা বলে, বাবার কোলে গেলেই ঠিক চুপ হয়ে যাচ্ছে।

এসবের পর দীপা সূর্যকে নিজের ঘরে ডাকে। সূর্য ঘরে ঢোকা মাত্রই দীপা বলে, আমায় আর কত কষ্ট সহ্য করতে হবে বলুন তো? সেকথা শুনে সূর্য পাল্টা দীপাকে বলে, আমার ইচ্ছা করছে ওকে এখনই বাড়ি থেকে বের করে দিই। তবে ওই নিষ্পাপ শিশুটার এতে কী দোষ আছে বলো তো? স্বামীর মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় দীপা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥