• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তারকা হয়েও অতিসাধারণ, খালি পায়ে পাড়ার পুজোয় অরিজিৎ, ভিডিও ভাইরাল হতেই ভালোবাসায় মুড়লো নেটপাড়া

কাশ্মীর থেকে কন্যাকুমারী- নিজের গায়কীর মাধ্যমে সবার মন জিতে নিয়েছেন বাংলার ছেলে অরিজিৎ সিং (Arijit Singh)। মুর্শিদাবাদের এই গায়ক এখন ভারতীয় সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে একজন। তবে কোটি টাকার মালিক হলেও এখনও জিয়াগঞ্জের ভিটে মাটি আঁকড়েই পড়ে থাকেন তিনি। গায়কের মুম্বইয়ের বাংলো সারা বছর প্রায় ফাঁকাই থাকে।

স্ত্রী, দুই ছেলেকে নিয়ে জিয়াগঞ্জেই বসবাস অরিজিতের। দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হলেও জিয়াগঞ্জে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে দেখা যায় তাঁকে। কখনও স্কুটি নিয়ে বাজার করতে বেরিয়ে পড়েন অরিজিৎ, কখনও আবার হাজির হন পাড়ার পুজোয়। চলতি বছরের কালী পুজোটাও (Kali Puja) যেমন পাড়াতেই কাটিয়েছেন তিনি।

   

Arijit Singh, Arijit Singh fees for a song

এদিন পাড়ার কালী মন্দিরে (Kali Temple) উপস্থিত হয়েছিলেন অরিজিৎ। পরনে সবুজ পাঞ্জাবি, সাদা পাজামা। খালি পায়ে মায়ের সামনে দু’হাত জোর করে প্রার্থনা করতে দেখা যায় গায়ককে। পাড়ার কারোর মধ্যে তাঁকে নিয়ে বাড়তি কোনও উচ্ছ্বাসও চোখে পড়েনি। আর পড়বেই বা কেন! সারাটা বছর তো এভাবেই পাড়ার লোকের সঙ্গে মিলেমিশে কাটান তিনি।

আরও পড়ুনঃ বিশ্বকাপের মাঝেই খুশির খবর, দ্বিতীয় বার মা হচ্ছেন বিরাট পত্নী অনুষ্কা! না চাইতেও ফাঁস বেবিবাম্পের ছবি

অতীতেও বহুবার পাড়ার নানান অনুষ্ঠানের কাজে হাত লাগাতে দেখা গিয়েছে ‘কেশরিয়া’ গায়ককে। জিয়াগঞ্জের মানুষের কাছে এই দৃশ্য একেবারেই নতুন নয়। বলিউডের জনপ্রিয় এই গায়ক যে জিয়াগঞ্জের ঘরের ছেলে। অরিজিৎকে এভাবেই দেখতে অভ্যস্ত তাঁরা।

আরও পড়ুনঃ দীপার রূপ দেখেই ভিরমি খাবে সূর্য! রাতের শহরে স্বস্তিকার ঠুমকা দেখে ফিদা ‘অনুরাগের ছোঁয়া’ ভক্তরা

Arijit Singh, Arijit Singh fees for wedding

প্রসঙ্গত, দীপাবলির আবহে গত রবিবার প্রেক্ষাগৃহে রিলিজ করেছে সলমন খানের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘টাইগার ৩’। এই ছবিতে ভাইজানের হয়ে গান গেয়েছেন এই বঙ্গ তনয়। সলমন-অরিজিৎ অনুরাগীদের কাছে এটা যে একটা বিরাট পাওয়া তা আর আলাদা করে বলে দিতে হয় না।

 

View this post on Instagram

 

A post shared by Arijit Singh (@we_are_arijitians)

মনোমালিন্যের জেরে অনেকটা সময় অরিজিতের থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন সলমন। বলিউডের বাকি তারকাদের ছবিতে গান গাইতে দেখা গেলেও ভাইজানের ছবিতে তাই শোনা যেত না এই বাঙালি গায়কের গলা। তবে এবার সেই দূরত্ব ঘুচিয়ে হাত মিলিয়েছেন দু’জনে। শ্রোতাদেরও ব্যাপক পছন্দ হয়েছে এই গানটি।