• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপের বাবাই খুলে দেবে ভালোমানুষির মুখোশ! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র পাশা পাল্টানো পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Rup doesn’t want to marry Gini.

Zee Bangla Bengali serial Icche Putul Latest Episode : এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত চর্চিত একটি ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় তেমন কামাল দেখাতে পারেনি, তবে বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে। মেঘ-নীলের রসায়ন ভীষণ পছন্দ দর্শকদের। যদিও এখন ভুল বোঝাবুঝির জেরে দু’জনের পথ আলাদা হয়েছে। তা নিয়েই আবর্তিত হচ্ছে সিরিয়ালের (Bengali Serial) কাহিনী।

দিদি ময়ূরী এবং রূপের ষড়যন্ত্রের সৌজন্যে মেঘ (Megh) শ্বশুরবাড়ির সকলের চোখে দুশ্চরিত্রা হয়ে গিয়েছে। এমনকি স্বামী নীল (Neel) পর্যন্ত তাকে বিশ্বাস করেনি। এই অপবাদ সহ্য না করতে পেরে শ্বশুরবাড়ি ছেড়ে দেয় মেঘ। বারবার আঘাত পেয়ে পেয়ে নরম-সরম স্বভাবের মেঘ এখন হয়ে উঠেছে স্বাবলম্বী এবং প্রতিবাদী।

Ichheputul serial new hero takes entry in meghs life

মেঘকে উপহার দিল নীলের ঠাম্মি

‘ইচ্ছে পুতুল’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, প্রতিযোগিতায় মেঘের গান শুনে মুগ্ধ হয়ে যায় প্রত্যেকে। নাতবৌয়ের গান শুনে মুগ্ধ হয়ে যায় নীলের ঠাম্মিও। আলাদা করে ডেকে মেঘকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি। শ্বশুরবাড়ির সবার প্রতি অভিমান হলেও, আস্তে আস্তে নীলের ঠাম্মির খুব কাছাকাছি চলে আসছে মেঘ। নাতবৌয়ের গান শুনে খুশি হয়ে নিজের গলায় থাকা সোনার চেন খুলে উপহার দিয়ে দেন ঠাম্মি।

আরও পড়ুনঃ ৮২তেও সুইট সিক্সটিন বাংলা সিনেমার ‘লিলি ফুল’! প্রকাশ্যে শুটিং ফ্লোরে পর্ণার ঠাম্মির জন্মদিন পালনের ভিডিও

Icche Putul, Icche Putul Gini and Rup

রূপের বাবাই খুলে দিল ছেলের ভালোমানুষির মুখোশ!

অন্যদিকে গাঙ্গুলী বাড়িতে হাজির হয় রূপের (Rup) মা-বাবা। খাবার টেবিলে বসে দুই পরিবারের মধ্যে বিস্তর আলোচনা হতে থাকে। এসবের মাঝেই হঠাৎ রূপের বাবা বলে ওঠে, রূপ আর গিনির (Gini) বিয়ে দিয়ে দিলে কেমন হয়? একথা শুনে সেখানে উপস্থিত সকলে ইতস্তত করতে থাকে।

আরও পড়ুনঃ শিমূলের শাশুড়ি হয়ে জুটছে দর্শকদের গালমন্দ! ‘ওটাই আমার কাজের স্বীকৃতি’ : ঋতা দত্ত চক্রবর্তী

তখন গিনির জেঠিমা রূপের বাবাকে বলেন, আমাদের বাড়িতে মা সবার ওপরে। ওনার থেকে একটু অনুমতি নিতে হবে। তাছাড়া ওরা তো এখনকার ছেলেমেয়ে, এবার পরের বিষয়টা ওরাই নাহয় বুঝে নিক। অপরদিকে গিনিকে বিয়ে করতে হবে শুনে রূপের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। সে যে গিনিকে বিয়ে করতে চায় না তা তার মুখের অভিব্যক্তি দেখেই স্পষ্ট। সবার সামনে রূপের এই ভালোমানুষির মুখোশ কবে খুলে পড়ে সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥