Lily Chakraborty Birthday Celebration Video : বাংলা সিনেমার (Tollywood) স্বর্ণযুগের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। বয়স ৮০ পেরোলেও আজও হাসি মুখেই শুটিং ফ্লোর দাপিয়ে বেড়াচ্ছেন এই বর্ষীয়ান অভিনেত্রীর। একসময় বাংলা সিনেমার পাশাপাশি তিনি অভিনয় করেছেন হিন্দি সিনেমাতেও। বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জী বাংলার (Zee Bangla) ‘নীম ফুলের মধু’ (Neem Phooler Madhu) সিরিয়ালে দত্ত বাড়ির সবচেয়ে বর্ষীয়ান সদস্যা হেমনলিনী দেবীর চরিত্রে।
একদিন আগেই ৮২ বছরে পা রেখেছেন এই বর্ষিয়ান অভিনেত্রী। তাঁর জন্মদিন (Birthday) উপলক্ষেই এদিন সেলিব্রেশনে মেতে উঠেছিলেন ‘নিম ফুলের মধু’র দত্ত বাড়ির সদস্যরা। সিরিয়ালের সেটেই কেক কেটে, সেলফি তুলে ধুমধাম করে সৃজন-পর্ণার ঠাম্মির বার্থডে সেলিব্রেশানে মেতে উঠেছিলেন সকলে। সিরিয়ালে সারাক্ষণ সাদা রঙের আটপৌরে শাড়ি পরে থাকলেও এদিন পর্দার হেমমলিনী দেবীকে দেখা গেল প্রিন্টের সালোয়ার কামিজে। আর চোখে ছিল দারুন স্টাইলিশ চশমা, সেই সাথে মুখে অমলিন হাসি।
দেখতে দেখতে এই অভিনয় জগতে প্রায় ৬৩ বছর কাটিয়ে ফেলেছেন লিলি চক্রবর্তী। এই দীর্ঘ অভিনয় জীবনে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বাংলা হিন্দি মিলিয়ে অসংখ্য হিট সিনেমা। বাংলা সিনেমার স্বর্ণযুগের এই অভিনেত্রী তাঁর দীর্ঘ দিনের অভিনয় জীবনে অভিনয় করেছেন উত্তম কুমার, তুলসী চক্রবর্তী,সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অমিতাভ বচ্চনের মতো কিংবদন্তি সব অভিনেতাদের সাথে।
আরও পড়ুনঃ শিমূলের শাশুড়ি হয়ে জুটছে দর্শকদের গালমন্দ! ‘ওটাই আমার কাজের স্বীকৃতি’ : ঋতা দত্ত চক্রবর্তী
বাংলা সিনেমায় তাঁর হাতেখড়ি হয়েছিল ‘ভানু পেল লটারী’ র হাত ধরে। এছাড়াও তিনি অভিনয় করেছেন ৬০-এর দশকের বিখ্যাত সব বাংলা সিনেমায়। তালিকায় রয়েছে ‘দেয়া নেয়া’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ভানু গোয়েন্দা জহর এসিস্টেন্ট’ মত সুপারহিট বাংলা ছবি। পাশাপাশি তিনি অভিনয় করেছেন ‘আচানক’, ‘চুপকে চুপকে’-র মতো এক গাছ হিন্দি সিনেমাতেও।
আরও পড়ুনঃ শ্বাশুড়ি নামের আতঙ্ক নয়! সন্ধ্যাতারার বিজয়া মাঠানের প্রশংসায় পঞ্চমুখ দর্শক
একটা সময় বাংলা সিনেমার অভিনেত্রী বলতে সকলেই নাম নিতেন সুচিত্রা সেন,মাধবী মুখোপাধ্যায়,সাবিত্রী চট্টোপাধ্যায় কিংবা সুপ্রিয়া দেবীর। ৬০ থেকে ৭০-এর দশকের বাংলা সিনেমায় তখন বিরাট দাপট ছিল তাঁদের। সেই সময়ে দাঁড়িয়েও বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেত্রীদের ভীড়ে নিজেকে স্বতন্ত্রভাবেই প্রতিষ্ঠা করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। মঞ্চ অভিনেত্রী হওয়ার সুবাদে তাঁর ছক ভাঙা অভিনয় দাগ কেটেছিল বাংলা সিনেমাপ্রেমীদের মনেও।