• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবুউউর মা-ইশার পর কুচুটে দিদিমা, একাই ট্রিপল ভিলেন সামলাবে পর্ণা! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

Updated on:

Neem Phooler Madhu New Villian Didima entry in Srijan Parna's Life

নিত্যনতুন চমক দেওয়ায় জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকটির জুড়ি মেলা ভার। প্রত্যেক সপ্তাহেই সিরিয়ালের গল্পে কোনও না কোনও টুইস্ট নিয়ে আসেন নির্মাতারা। মাঝেমধ্যেই ধারাবাহিকে (Bengali Serial) এন্ট্রি হয় নিত্যনতুন চরিত্রের। কখনও তিন্নি, কখনও বটু সোনা, কখনও আবার ঈশা- ‘নিম ফুলের মধু’র প্রতিটি খলচরিত্রেই (Villain) থাকে কমেডির ছোঁয়া।

কয়েকদিন আগেই জানা গিয়েছে, জি বাংলার এই ধারাবাহিকের নায়ক সৃজন (Srijan) ওরফে রুবেল দাসের ডেঙ্গু হয়েছে। যে কারণে প্রায় গোটা পুজো হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে তাঁকে। তাই এই মুহূর্তে রুবেলকে ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে দর্শকমনে। এসবের মাঝেই সিরিয়ালের আসন্ন ট্র্যাক নিয়ে এল একটি বিরাট আপডেট।

Neem Phooler Madhu Isha try to close with Srijan Parna got angry

‘নিম ফুলের মধু’র নিয়মিত দর্শকরা জানেন, সৃজন এবং পর্ণার (Parna) ডিভোর্স করানোর জন্য উঠেপড়ে লেগেছিল কৃষ্ণা (Krishna) এবং ঈশা। পর্ণাকে দত্ত বাড়ি থেকে তাড়িয়ে শাড়ির ব্যবসা হাতানোর ধান্দা ছিল ঈশার (Isha)। সেই জন্য দুর্গাপুজোর সময়ও একের পর এক ক্ষতি করে পর্ণাকে সকলের সামনে ভিলেন বানানোর চেষ্টা করে সে।

আরও পড়ুনঃ Dance Bangla Dance গ্র্যান্ড ফিনালেতে কে বাংলার সেরা? দেখে নিন সিজেন ১২ এর বিজয়ীর নাম

তবে সম্প্রতি ঈশার আসল রূপ প্রকাশ্যে আনে পর্ণা। পুজোয় হওয়া যাবতীয় ক্ষতির জন্য যে আসলে ঈশা দায়ী তা প্রমাণ করে দেয় বাবুউউর বৌ। ধারাবাহিকের বর্তমান ট্র্যাক দেখে মনে হচ্ছে, শীঘ্রই সিরিয়াল থেকে বিদায় নিতে চলেছে ঈশা চরিত্রটি। সেই সঙ্গেই এন্ট্রি নিতে চলেছে নতুন ভিলেন।

আরও পড়ুনঃ না উড়ে না ঘাড়ে পড়ে! রাগের মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে, ফাঁস ‘তোমাদের রানী’র অদ্ভুতুড়ে বিয়ের পর্ব

Neem Phooler Madhu Parna, Pallavi Sharma

সৃজন-পর্ণার সংসারে নতুন ঝড় তুলতে এবার দত্ত বাড়িতে আসছে কৃষ্ণার মা অর্থাৎ বাবুউউর দিদিমা। দজ্জালপনায় কৃষ্ণার থেকেও আরও এককাঠি ওপরে হবে  তার মা। ছেলের বৌকে জব্দ করার জন্য এবার হয়তো নিজের মায়ের সাহায্য নেবে কৃষ্ণা। তবে ‘নিম ফুলের মধু’র প্রত্যেকটি ভিলেন চরিত্রের মতো বাবুউউর দিদিমার চরিত্রেও কিছুটা কমেডির ছোঁয়া থাকবে বলে অনুমান দর্শকদের। এবার দেখা যাক, তাঁদের সেই অনুমান সত্যি হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥