• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেঘকে জব্দ করতে টাকার গরম দেখাবে নীল! টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আজকের পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Icche Putul Neel’s new plan to bring Megh home

জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। শুরু থেকে এই সিরিয়াল চর্চার কেন্দ্রে থেকেছে। আর এখন তো টিআরপি তালিকাতেও দেখা যাচ্ছে মেঘ-ময়ূরীর মেগার (Bengali Serial) জনপ্রিয়তা। আর হবে নাই বা কেন! বর্তমানে ‘ইচ্ছে পুতুল’র প্রত্যেকটি পর্ব দারুণ জমজমাট হচ্ছে। টানটান গল্প দেখিয়ে দর্শকদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছে এই সিরিয়াল।

জি বাংলার এই মেগার নিয়মিত দর্শকরা জানেন, গিনিকে বাঁচিয়ে আনার পর রাতারাতি গাঙ্গুলী বাড়ির সবার চোখে ভালো মেয়ে হয়ে গিয়েছে মেঘ (Megh)। যে মীনাক্ষী একদিন আগে অবধি চাইতেন মেঘ-নীলের ডিভোর্স হয়ে যাক, তিনিও এখন চাইছেন দু’জনে ফের নতুন করে সংসার পাতুক। পাশাপাশি নীলও (Neel) ফের স্ত্রীয়ের মন জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে।

Icche Putul serial Megh and Neel

তবে শ্বশুরবাড়ির সবাই ডিভোর্স আটকাতে চাইলেও মেঘ নিজের সিদ্ধান্তে অনড়। সে সবার সামনে জানিয়ে দিয়েছে, নীলের সঙ্গে সংসার করা তার পক্ষে আর সম্ভব নয়। সেই সঙ্গে এও বলেছে, নীল যদি মিউচুয়ালি ডিভোর্স না দেয়, তাহলে তাকে আদালত অবধি নিয়ে যাবে সে।

আরও পড়ুনঃ সূর্যকে পেতে মরিয়া, নিজেই নিজেকে ছুরি মারল মিশকা! টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

এই পরিস্থিতিতেই আবার পাড়ার অনুষ্ঠানে মেঘকে দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনা করে নীলের পাড়ার লোকেরা। এই বিষয়ে নীলের সঙ্গে কথা বলতে এলে সে তাদের মেঘের সঙ্গে কথা বলতে বলে দেয়। কারণ এটা তার প্রফেশনাল বিষয়। তবে মুখে না বললেও নীল মনে মনে চায় অষ্টমীর রাতে মেঘ তাদের পাড়ায় গান গাইতে আসুক।

আরও পড়ুনঃ পাপের যোগ্য শাস্তি পাবে রূপ, গিনির পাশে দাঁড়ালো মেঘ, আগেভাগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র হাতেগরম পর্ব

Icche Putul megh family

অন্যদিকে নীলের পাড়ার লোকেরা মেঘের সঙ্গে কথা বলতে এলে সে জানিয়ে দেয় তার অন্য জায়গায় অনুষ্ঠানে আছে। তবে বারবার বলা সত্ত্বেও তারা না শোনায়, শেষমেষ মেঘ বলে, আমি কত টাকা পারিশ্রমিক নিই আপনাদের জানা আছে? সেকথা শুনে তারা বলে, তুমি তো আমাদের পাড়ার বউ, তুমি আবার পারিশ্রমিক কি নেবে?

মেঘ তখন সাফ বলে, এটাই আমার পেশা। এভাবে সম্পর্কের দোহাই দিলে তো আর পেশাটাই থাকবে না। আমায় যথার্থ পারিশ্রমিক দিলেই আমি গান গাইবো। এরপর একপ্রকার হতাশ হয়ে সেখান থেকে চলে যায় নীলের পাড়ার লোকেরা। মেঘ তখন অনিন্দ্যকে বলে, আমি কি যথেষ্ট খারাপ হতে পেরেছি বাপি? আমায় যে খারাপ হতেই হবে। কারণ সবাই ভালো মানুষের সুযোগ নেয়।

Icche Putul serial Megh

অপরদিকে মেঘ না বলে দিলেও নীলের পাড়ার লোকেরা তাকে দিয়ে গান গাওয়াবে বলে নাছোড়বান্দা। এরপর নীল সম্পূর্ণ ঘটনা শোনার পর বলে, সে টাকা দিয়ে দেবে। তবে মেঘ যেন একথা জানতে না পারে। তাহলে কি এভাবেই আস্তে আস্তে ফের মেঘের মন জয় করে নেবে নীল? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥